১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

চলে গেলেন সাবেক কিউই ক্রিকেটার জন রিড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
  • / ৪১৪৬ বার দেখা হয়েছে

নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান জন রিড আর নেই। ৬৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করে এই তথ্য। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

১৯৭৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রিডের। এর পরের বছর ওয়ানডে অভিষেক হয় পাকিস্তানের বিপক্ষে। নিউজিল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্টে তার সংগ্রহ ১২৯৬ রান ও ওয়ানডেতে করেছেন ৬৩৩ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে রিডের ক্যারিয়ার খুব একটা লম্বা হয়নি। ১৯৮৬ সালে খেলেছেন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। 

এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১০১টি ম্যাচ খেলেছেন। ১১টি সেঞ্চুরিতে তার সংগ্রহ ৫ হাজার ৫৬০ রান। খেলোয়াড়ি জীবন শেষে নিউজিল্যান্ড ক্রিকেট অপারেশন ডিরেক্টর ও হাই পারফরমেন্স ম্যানেজার হিসেবেও কাজ করেছেন রিড।

শেয়ার করুন

x
English Version

চলে গেলেন সাবেক কিউই ক্রিকেটার জন রিড

আপডেট: ১১:৫০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০

নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান জন রিড আর নেই। ৬৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করে এই তথ্য। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

১৯৭৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় রিডের। এর পরের বছর ওয়ানডে অভিষেক হয় পাকিস্তানের বিপক্ষে। নিউজিল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্টে তার সংগ্রহ ১২৯৬ রান ও ওয়ানডেতে করেছেন ৬৩৩ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে রিডের ক্যারিয়ার খুব একটা লম্বা হয়নি। ১৯৮৬ সালে খেলেছেন সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। 

এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১০১টি ম্যাচ খেলেছেন। ১১টি সেঞ্চুরিতে তার সংগ্রহ ৫ হাজার ৫৬০ রান। খেলোয়াড়ি জীবন শেষে নিউজিল্যান্ড ক্রিকেট অপারেশন ডিরেক্টর ও হাই পারফরমেন্স ম্যানেজার হিসেবেও কাজ করেছেন রিড।