০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

দুই মিনিটেই সাড়া ফেললো সেই ইঁদুর-বিড়াল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
  • / ৪১৪৯ বার দেখা হয়েছে

কার্টুন চরিত্র টম এন্ড জেরির সঙ্গে পরিচিত নন এমন মানুষ পাওয়া কঠিন।   টম এন্ড জেরি বা ইঁদুর বিড়ালের এই জনপ্রিয় কার্টুন। শিশু থেকে বড়, কম-বেশি সবারই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।

সেই কার্টুন চরিত্র এবার আসছে সিনেমায়।  অনেক আগেই সিনেমাটি নির্মাণ শুরু হলেও সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে সম্প্রতি। প্রকাশের পর থেকেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে ভিডিওটি।

ছবির ট্রেইলারটি’তে দেখা যায়, পুরোনা সেই ইঁদুর-বিড়ালের যুদ্ধ। একে অন্যকে পরাস্ত করার চেষ্টা। 

ভিডিওটির আবহ সংগীত হিসাবে বাজছে ‘কাউন্ট অন মি’ গান। গল্পে একটি বড় শহরের বিশাল একটি হোটেলে থাকে জেরি। তাকে সেখানে থেকে বিদায় করতে হোটেল আগমন ঘটে বিড়াল টমের। তা নিয়ে সাজানো সিনেমা । মুক্তি পাবে ২০২১ সালে। 

১৯৯২ সালে ‘টম এন্ড জেরি’র সর্বশেষ ছবি মুক্তি পেয়েছিলো সিনেমা হলে। ১ ঘন্টা ২৪ মিনিটের ‘টম এন্ড জেরি : দ্যা মুভি’র বিশ্বব্যাপী আয় ছিলো প্রায় ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার। ছবিটির আইএমডিবি রেটিং ছিলো ৫.৪।

শেয়ার করুন

x
English Version

দুই মিনিটেই সাড়া ফেললো সেই ইঁদুর-বিড়াল

আপডেট: ১১:৩৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

কার্টুন চরিত্র টম এন্ড জেরির সঙ্গে পরিচিত নন এমন মানুষ পাওয়া কঠিন।   টম এন্ড জেরি বা ইঁদুর বিড়ালের এই জনপ্রিয় কার্টুন। শিশু থেকে বড়, কম-বেশি সবারই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে।

সেই কার্টুন চরিত্র এবার আসছে সিনেমায়।  অনেক আগেই সিনেমাটি নির্মাণ শুরু হলেও সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে সম্প্রতি। প্রকাশের পর থেকেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে ভিডিওটি।

ছবির ট্রেইলারটি’তে দেখা যায়, পুরোনা সেই ইঁদুর-বিড়ালের যুদ্ধ। একে অন্যকে পরাস্ত করার চেষ্টা। 

ভিডিওটির আবহ সংগীত হিসাবে বাজছে ‘কাউন্ট অন মি’ গান। গল্পে একটি বড় শহরের বিশাল একটি হোটেলে থাকে জেরি। তাকে সেখানে থেকে বিদায় করতে হোটেল আগমন ঘটে বিড়াল টমের। তা নিয়ে সাজানো সিনেমা । মুক্তি পাবে ২০২১ সালে। 

১৯৯২ সালে ‘টম এন্ড জেরি’র সর্বশেষ ছবি মুক্তি পেয়েছিলো সিনেমা হলে। ১ ঘন্টা ২৪ মিনিটের ‘টম এন্ড জেরি : দ্যা মুভি’র বিশ্বব্যাপী আয় ছিলো প্রায় ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার। ছবিটির আইএমডিবি রেটিং ছিলো ৫.৪।