০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

নরওয়েকে বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১৩৫ বার দেখা হয়েছে

নরওয়েকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বড় ধরনের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিনিয়োগ করলে এশিয়া ও দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশ করার সুযোগ রয়েছে।’

রবিবার (৭ জানুয়ারি) গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ ও আঞ্চলিক বাজার সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে তথ্যপ্রযুক্তি ও পরিবেশবান্ধব পাটসহ বিভিন্ন সেক্টরে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসতে নরওয়ের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের পর প্রথম দিকে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশগুলোর অন্যতম নরওয়ে।’

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নরওয়ের সহযোগিতামূলক সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, ‘নরওয়ে বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার।’

শেয়ার করুন

x
English Version

নরওয়েকে বড় বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট: ১২:৩৭:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১

নরওয়েকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বড় ধরনের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বিনিয়োগ করলে এশিয়া ও দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশ করার সুযোগ রয়েছে।’

রবিবার (৭ জানুয়ারি) গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত। পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস সাংবাদিকদের ব্রিফ করেন।

সাক্ষাতে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ ও আঞ্চলিক বাজার সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে তথ্যপ্রযুক্তি ও পরিবেশবান্ধব পাটসহ বিভিন্ন সেক্টরে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসতে নরওয়ের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের পর প্রথম দিকে বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশগুলোর অন্যতম নরওয়ে।’

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে নরওয়ের সহযোগিতামূলক সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, ‘নরওয়ে বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার।’