০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

পাহাড় থেকে শুরু, বছরটা ফাটিয়ে কাটবে মধুমিতার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • / ৪১১৮ বার দেখা হয়েছে

ছোটপর্দাকে বিদায় জানিয়ে এখন বড়পর্দায় ব্যস্ত ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। যাকে দুই বাংলার মানুষ ‘পাখি’ নামে বেশি চিনেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

বড়পর্দায় নিয়মিত হওয়া প্রসঙ্গে মধুমিতা বলেছিলেন, অভিনয়ের ক্ষুধা থেকেই ছোটপর্দা থেকে বড়পর্দায় এসেছেন। এখানে টাকাটা মুখ্য ব্যাপার নয়। নতুন করে আবার সিরিয়ালে ফেলার ইচ্ছা নেই তার। তবে নন-ফিকশনে সুযোগ পেলে হাতছাড়া করতে চান না মধুমিতা। 

গত ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে মধুমিতা অভিনীত ‘চিনি’ সিনেমাটি। মুক্তির পর বেশ আলোচনায় এটি। বর্তমান সমাজের প্রেক্ষাপটে মা-মেয়ের সম্পর্ক দেখানো হয়েছে সিনেমাটি।

এদিকে বছর শেষ দিনে পাহাড়ে ঘুরতে গিয়েছেন মধুমিতা। হাতে সময় পাওয়ায় নতুন বছরের শুরুর দিনগুলো নিজের মতো করে কাটাচ্ছেন তিনি। পাহাড়ে ঘুরতে ঘুরতেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

এক ভিডিও বার্তায় মধুমিতা বলেন, পাহাড়ে ঘুরে নতুন বছর শুরু হয়েছে। শুরুটা খুব সুন্দর হয়েছে। আশা করি, ২০২১ এর শুরুটা আপনাদের খুব সুন্দর হচ্ছে। আর বাকি বছরটা ফাটিয়ে কাটবে।

শেয়ার করুন

x
English Version

পাহাড় থেকে শুরু, বছরটা ফাটিয়ে কাটবে মধুমিতার

আপডেট: ০৩:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১

ছোটপর্দাকে বিদায় জানিয়ে এখন বড়পর্দায় ব্যস্ত ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা সরকার। যাকে দুই বাংলার মানুষ ‘পাখি’ নামে বেশি চিনেন। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

বড়পর্দায় নিয়মিত হওয়া প্রসঙ্গে মধুমিতা বলেছিলেন, অভিনয়ের ক্ষুধা থেকেই ছোটপর্দা থেকে বড়পর্দায় এসেছেন। এখানে টাকাটা মুখ্য ব্যাপার নয়। নতুন করে আবার সিরিয়ালে ফেলার ইচ্ছা নেই তার। তবে নন-ফিকশনে সুযোগ পেলে হাতছাড়া করতে চান না মধুমিতা। 

গত ২৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে মধুমিতা অভিনীত ‘চিনি’ সিনেমাটি। মুক্তির পর বেশ আলোচনায় এটি। বর্তমান সমাজের প্রেক্ষাপটে মা-মেয়ের সম্পর্ক দেখানো হয়েছে সিনেমাটি।

এদিকে বছর শেষ দিনে পাহাড়ে ঘুরতে গিয়েছেন মধুমিতা। হাতে সময় পাওয়ায় নতুন বছরের শুরুর দিনগুলো নিজের মতো করে কাটাচ্ছেন তিনি। পাহাড়ে ঘুরতে ঘুরতেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

এক ভিডিও বার্তায় মধুমিতা বলেন, পাহাড়ে ঘুরে নতুন বছর শুরু হয়েছে। শুরুটা খুব সুন্দর হয়েছে। আশা করি, ২০২১ এর শুরুটা আপনাদের খুব সুন্দর হচ্ছে। আর বাকি বছরটা ফাটিয়ে কাটবে।