০৫:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

অভিষেকেই দীঘির দুই সিনেমা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • / ৪১৭১ বার দেখা হয়েছে

সিনেমা মুক্তি দীঘির জন্য নতুন কিছু নয়। বড় পর্দায় তাকে বহুবার দেখেছে দর্শক। এছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। কিন্তু এসব কিছুই সেই ছোট্ট দীঘির পরিচয়। 

শিগগিরই দীঘির নামের আগে যোগ হচ্ছে ‘চিত্রনায়িকা’ তকমা। ১২ মার্চ একসঙ্গে মুক্তি পাবে তার দুটি সিনেমা। সেগুলোর মধ্যে রয়েছে ‘টুঙ্গিপাড়ার মিঁয়াভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’। 

‘টুঙ্গিপাড়ার মিঁয়াভাই’ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। দীঘির সঙ্গে এই সিনেমায় জুটি বেঁধেছেন শান্ত খান। 

অন্যদিকে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় দীঘিকে দেখা যাবে আসিফ ইমরোজের বিপরীতে। এটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝুন্টু। 

সিনেমা দুটির পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করে মুক্তির তারিখ নিশ্চিত করেছেন দীঘি। সবার কাছে দোয়া চেয়েছেন নতুন পথচলার জন্য। 

সিনেমা প্রসঙ্গে দীঘি বলেন, ‘দর্শকরা আমাকে আগে থেকে চেনে। অনেক ভালোবাসা পেয়েছি সবার কাছে। ক্যারিয়ারের নতুন পথচলা শুরু হয়েছে। আরও ভালো লাগার খবর বঙ্গবন্ধুর জীবনী নির্ভর সিনেমায় কাজের সুযোগ পেয়েছি। আর অভিষেক হচ্ছে দুটি সিনেমা দিয়ে। এটি আমার জন্য অনেক বড় কিছু।’

ক্যারিয়ার প্রসঙ্গে দীঘি আরও বলেন, ‘অভিনয় আমার জীবনের বড় একটি অংশ। কাজ করে যেতে চাই। সিনেমাগুলো মুক্তি পেলে বুঝতে পারব দর্শকরা আমাকে কতটা গ্রহণ করছে।’

 

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

অভিষেকেই দীঘির দুই সিনেমা

আপডেট: ০৬:১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১

সিনেমা মুক্তি দীঘির জন্য নতুন কিছু নয়। বড় পর্দায় তাকে বহুবার দেখেছে দর্শক। এছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। কিন্তু এসব কিছুই সেই ছোট্ট দীঘির পরিচয়। 

শিগগিরই দীঘির নামের আগে যোগ হচ্ছে ‘চিত্রনায়িকা’ তকমা। ১২ মার্চ একসঙ্গে মুক্তি পাবে তার দুটি সিনেমা। সেগুলোর মধ্যে রয়েছে ‘টুঙ্গিপাড়ার মিঁয়াভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’। 

‘টুঙ্গিপাড়ার মিঁয়াভাই’ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। দীঘির সঙ্গে এই সিনেমায় জুটি বেঁধেছেন শান্ত খান। 

অন্যদিকে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় দীঘিকে দেখা যাবে আসিফ ইমরোজের বিপরীতে। এটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝুন্টু। 

সিনেমা দুটির পোস্টার সামাজিক মাধ্যমে শেয়ার করে মুক্তির তারিখ নিশ্চিত করেছেন দীঘি। সবার কাছে দোয়া চেয়েছেন নতুন পথচলার জন্য। 

সিনেমা প্রসঙ্গে দীঘি বলেন, ‘দর্শকরা আমাকে আগে থেকে চেনে। অনেক ভালোবাসা পেয়েছি সবার কাছে। ক্যারিয়ারের নতুন পথচলা শুরু হয়েছে। আরও ভালো লাগার খবর বঙ্গবন্ধুর জীবনী নির্ভর সিনেমায় কাজের সুযোগ পেয়েছি। আর অভিষেক হচ্ছে দুটি সিনেমা দিয়ে। এটি আমার জন্য অনেক বড় কিছু।’

ক্যারিয়ার প্রসঙ্গে দীঘি আরও বলেন, ‘অভিনয় আমার জীবনের বড় একটি অংশ। কাজ করে যেতে চাই। সিনেমাগুলো মুক্তি পেলে বুঝতে পারব দর্শকরা আমাকে কতটা গ্রহণ করছে।’

 

আরও পড়ুন: