০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

অ্যামাজনের সিইও পদ ছাড়ছেন জেফ বেজোস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১০৭ বার দেখা হয়েছে

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।

সিইও পদ থেকে পদত্যাগ করে জেফ বেজোস অ্যামাজনে নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। খবর বিবিসির

এক বিবৃতিতে জেফ বেজোস বলেন, অন্যান্য উদ্যোগগুলোতে বেশি সময় দেওয়ার জন্য অ্যামাজনের সিইও পদ ছাড়ছেন তিনি।  

অ্যামাজনের নতুন সিইও হবেন অ্যান্ডি জেসি। বর্তমানে তিনি অ্যামাজনের ক্লাউড ব্যবসার প্রধান হিসেবে কাজ করছেন।

২০২১ সালের মাঝামাঝিতে নতুন সিইও দায়িত্ব গ্রহণ করবেন।

মঙ্গলবার কর্মীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে জেফ বেজোস বলেন, ‘অ্যামাজনের প্রধান নির্বাহীর দায়িত্ব অনেক বেশি। এই পদে থেকে অন্য কোনো কিছুতে মনোনিবেশ করা কঠিন। এই দায়িত্ব ছাড়ার ফলে তিনি নিজের নতুন দায়িত্বের অন্যান্য কর্মকাণ্ডে মনোযোগ দেয়ার সুযোগ পাবেন।

প্রায় ৩০ বছর আগে অ্যামাজন প্রতিষ্ঠান করেন জেফ বেজোস। সাধারণ অনলাইন বই বিক্রির প্রতিষ্ঠান হিসেবে গ্যারেজে যাত্রা শুরু করা অ্যামাজন এখন ই-কমার্স জায়ান্ট। বিশ্বে অ্যামাজনের কর্মী সংখ্যা প্রায় ১৩ লাখ।

 

শেয়ার করুন

x
English Version

অ্যামাজনের সিইও পদ ছাড়ছেন জেফ বেজোস

আপডেট: ০৬:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।

সিইও পদ থেকে পদত্যাগ করে জেফ বেজোস অ্যামাজনে নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। খবর বিবিসির

এক বিবৃতিতে জেফ বেজোস বলেন, অন্যান্য উদ্যোগগুলোতে বেশি সময় দেওয়ার জন্য অ্যামাজনের সিইও পদ ছাড়ছেন তিনি।  

অ্যামাজনের নতুন সিইও হবেন অ্যান্ডি জেসি। বর্তমানে তিনি অ্যামাজনের ক্লাউড ব্যবসার প্রধান হিসেবে কাজ করছেন।

২০২১ সালের মাঝামাঝিতে নতুন সিইও দায়িত্ব গ্রহণ করবেন।

মঙ্গলবার কর্মীদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে জেফ বেজোস বলেন, ‘অ্যামাজনের প্রধান নির্বাহীর দায়িত্ব অনেক বেশি। এই পদে থেকে অন্য কোনো কিছুতে মনোনিবেশ করা কঠিন। এই দায়িত্ব ছাড়ার ফলে তিনি নিজের নতুন দায়িত্বের অন্যান্য কর্মকাণ্ডে মনোযোগ দেয়ার সুযোগ পাবেন।

প্রায় ৩০ বছর আগে অ্যামাজন প্রতিষ্ঠান করেন জেফ বেজোস। সাধারণ অনলাইন বই বিক্রির প্রতিষ্ঠান হিসেবে গ্যারেজে যাত্রা শুরু করা অ্যামাজন এখন ই-কমার্স জায়ান্ট। বিশ্বে অ্যামাজনের কর্মী সংখ্যা প্রায় ১৩ লাখ।