০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

আইপিএলের চেয়ে বেশি কার্যকর পাকিস্তান প্রিমিয়ার লিগ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৩১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • / ৪১৫৮ বার দেখা হয়েছে

শিরোনাম দেখে চমকে উঠার কিছু নেই। এই বক্তব্যটি দক্ষিণ আফ্রিকান তারকা পেসার ডেল স্টেইনের। তার মতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ে পাকিস্তান প্রিমিয়ার লিগই (পিএসএল) বেশি কার্যকরী। সম্প্রতি পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন স্টেইন। 

বর্তমানে পিএসএলে কোয়েটা গ্লেডিয়েটরসের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। এর মাঝেই জানিয়েছেন আইপিএলে কেবল অর্থের ঝনঝানি থাকলেও ক্রিকেট চর্চা তেমন নেই। বড় বড় নাম আর বিশাল স্কোয়াডই থাকে, যার ভিড়ে হারিয়ে যায় সত্যিকারের ক্রিকেট। 

তিনি বলেন, ‘আমি খানিকটা নিড়িবিলি সময় চেয়েছিলাম। তারপর আমি বুঝতে পারলাম যে, ক্রিকেটার হিসেবে (পিএসএলসহ) এসব অন্যান্য লিগে খেলাটাই বেশি কার্যকরী। আমার মতে, যখন আইপিএলে খেলতে যাবেন, তখন বিশাল স্কোয়াড, বড় বড় সব নামের ভিড়ে পড়তে হবে। এর সঙ্গে একটা আলোচনা লেগেই থাকে যে, একজন খেলোয়াড় কত টাকা আয় করছে। তো এতকিছু মাঝে প্রায়ই ক্রিকেটটা হারিয়ে যায়।’

আইপিএলের সঙ্গে অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর পার্থক্যও তুলে ধরেছেন স্টেইন। পাকিস্তান বা শ্রীলঙ্কার লিগগুলোতে ক্রিকেটই থাকে মূল আকর্ষণ। অন্যদিকে আইপিএলে ক্রিকেটটা হারিয়ে যায় বলে মত এই প্রোটিয়া পেস তারকার।  

তিনি বলেন, ‘আপনি যখন পিএসএল বা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে যান, এখানে ক্রিকেটের গুরুত্ব আছে। আমি এখানে (পিএসএল খেলতে) এসেছি মাত্র কয়েকদিন হয়েছে। এরই মধ্যে আমার রুমে কেউ না কেউ সবসময় থাকেই। সবাই জানতে চায় খেলার ব্যাপারে, আমি কোথায় খেলেছি, কীভাবে এতদূর এসেছি।’

স্টেইন আরও বলেন, ‘অথচ আমি যখন আইপিএলে যাই, তখন এ জিনিসগুলো (ক্রিকেটের আলোচনা) বেমালুম হারিয়ে যায় এবং মূল বিষয় হয়ে যায় আইপিএল থেকে আমি কত টাকা পাচ্ছি? সত্যি বলছি আমি, এসব থেকে দূরে থাকতে চেয়েছি আমি এবং এমন কোথাও খেলার সিদ্ধান্ত নিয়েছি যেখানে ক্রিকেটের ভালো পরিবেশ আছে।’

 

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

আইপিএলের চেয়ে বেশি কার্যকর পাকিস্তান প্রিমিয়ার লিগ

আপডেট: ০৮:৩১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১

শিরোনাম দেখে চমকে উঠার কিছু নেই। এই বক্তব্যটি দক্ষিণ আফ্রিকান তারকা পেসার ডেল স্টেইনের। তার মতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চেয়ে পাকিস্তান প্রিমিয়ার লিগই (পিএসএল) বেশি কার্যকরী। সম্প্রতি পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন স্টেইন। 

বর্তমানে পিএসএলে কোয়েটা গ্লেডিয়েটরসের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। এর মাঝেই জানিয়েছেন আইপিএলে কেবল অর্থের ঝনঝানি থাকলেও ক্রিকেট চর্চা তেমন নেই। বড় বড় নাম আর বিশাল স্কোয়াডই থাকে, যার ভিড়ে হারিয়ে যায় সত্যিকারের ক্রিকেট। 

তিনি বলেন, ‘আমি খানিকটা নিড়িবিলি সময় চেয়েছিলাম। তারপর আমি বুঝতে পারলাম যে, ক্রিকেটার হিসেবে (পিএসএলসহ) এসব অন্যান্য লিগে খেলাটাই বেশি কার্যকরী। আমার মতে, যখন আইপিএলে খেলতে যাবেন, তখন বিশাল স্কোয়াড, বড় বড় সব নামের ভিড়ে পড়তে হবে। এর সঙ্গে একটা আলোচনা লেগেই থাকে যে, একজন খেলোয়াড় কত টাকা আয় করছে। তো এতকিছু মাঝে প্রায়ই ক্রিকেটটা হারিয়ে যায়।’

আইপিএলের সঙ্গে অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর পার্থক্যও তুলে ধরেছেন স্টেইন। পাকিস্তান বা শ্রীলঙ্কার লিগগুলোতে ক্রিকেটই থাকে মূল আকর্ষণ। অন্যদিকে আইপিএলে ক্রিকেটটা হারিয়ে যায় বলে মত এই প্রোটিয়া পেস তারকার।  

তিনি বলেন, ‘আপনি যখন পিএসএল বা শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে যান, এখানে ক্রিকেটের গুরুত্ব আছে। আমি এখানে (পিএসএল খেলতে) এসেছি মাত্র কয়েকদিন হয়েছে। এরই মধ্যে আমার রুমে কেউ না কেউ সবসময় থাকেই। সবাই জানতে চায় খেলার ব্যাপারে, আমি কোথায় খেলেছি, কীভাবে এতদূর এসেছি।’

স্টেইন আরও বলেন, ‘অথচ আমি যখন আইপিএলে যাই, তখন এ জিনিসগুলো (ক্রিকেটের আলোচনা) বেমালুম হারিয়ে যায় এবং মূল বিষয় হয়ে যায় আইপিএল থেকে আমি কত টাকা পাচ্ছি? সত্যি বলছি আমি, এসব থেকে দূরে থাকতে চেয়েছি আমি এবং এমন কোথাও খেলার সিদ্ধান্ত নিয়েছি যেখানে ক্রিকেটের ভালো পরিবেশ আছে।’

 

আরও পড়ুন: