০৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

আবারও পেছাল আয়ারল্যান্ড-আমিরাত ম্যাচ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / ৪১২০ বার দেখা হয়েছে

করোনাভাইরাসের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের ওয়ানডে ম্যাচ। গত ৮ জানুয়ারি চার ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি খেলেছে দু’দল। এরপরই থমকে গেছে সিরিজটি। পরপর চারবার স্থগিত হলো সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। সিরিজের বাকি ম্যাচ মাঠে গড়ানো নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।

নির্ধারিত সূচি অনুযায়ী দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল ১০ জানুয়ারি। আর ১২ ও ১৪ জানুয়ারি ছিল শেষ দুই ম্যাচ। কিন্তু আমিরাতের ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নির্ধারিত সময় তো নয়ই, তিনবার সূচি বদল করেও মাঠে গড়াতে পারেনি খেলা। 

দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি নির্ধারিত সময়ে খেলতে পারেনি আয়ারল্যান্ড ও আরব আমিরাত। চতুর্থবারের মতো স্থগিত করা হয়েছে দ্বিতীয় ওয়ানডেটি। সবশেষ পিছিয়ে শনিবার (১৬ জানুয়ারি) হওয়ার কথা থাকলেও তা হয়নি।

আগামী সোমবার (১৮ জানুয়ারি) দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত সেটি অনুষ্ঠিত হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন

x
English Version

আবারও পেছাল আয়ারল্যান্ড-আমিরাত ম্যাচ

আপডেট: ১২:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১

করোনাভাইরাসের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের ওয়ানডে ম্যাচ। গত ৮ জানুয়ারি চার ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি খেলেছে দু’দল। এরপরই থমকে গেছে সিরিজটি। পরপর চারবার স্থগিত হলো সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। সিরিজের বাকি ম্যাচ মাঠে গড়ানো নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।

নির্ধারিত সূচি অনুযায়ী দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল ১০ জানুয়ারি। আর ১২ ও ১৪ জানুয়ারি ছিল শেষ দুই ম্যাচ। কিন্তু আমিরাতের ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নির্ধারিত সময় তো নয়ই, তিনবার সূচি বদল করেও মাঠে গড়াতে পারেনি খেলা। 

দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি নির্ধারিত সময়ে খেলতে পারেনি আয়ারল্যান্ড ও আরব আমিরাত। চতুর্থবারের মতো স্থগিত করা হয়েছে দ্বিতীয় ওয়ানডেটি। সবশেষ পিছিয়ে শনিবার (১৬ জানুয়ারি) হওয়ার কথা থাকলেও তা হয়নি।

আগামী সোমবার (১৮ জানুয়ারি) দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত সেটি অনুষ্ঠিত হয় কিনা সেটাই এখন দেখার বিষয়।