১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আবার পেছালো জেমস বন্ড ছবির মুক্তি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • / ৪১১৬ বার দেখা হয়েছে

জেমস বন্ড সিরিজের নতুন ছবি  ‘নো টাইম টু ডাই’ মুক্তির দিনক্ষণ আবার পেছালো। কথা ছিল এপ্রিলে মুক্তি দেওয়ার। করোনাভাইরাস মহামারীর কারণে ক্ষতি পুষিয়ে নিতে  মুক্তির তারিখ এপ্রিল থেকে পিছিয়ে নেওয়া হল অক্টোবর মাসে। বৃহস্পতিবার ছবির প্রযোজনা সংস্থা এই ঘোষণা দেয়।

জেমস বন্ডের ওয়েবসাইট ও টুইটারে দেওয়া এই ঘোষণা অনুসারে রয়টার্স জানায়, ছবির নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ অক্টোবর। খবর সিএনএনের

এমজিএম এবং কমক্যাস্ট কর্পোরেশনের প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স’য়ের ‘নো টাইম টু ডাই’ ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের এপ্রিল মাসে। পরে সেটা পিছিয়ে নেওয়া হয় গত বছর নভেম্বরে; তারপর নির্ধারণ করা হয় এই বছর এপ্রিলে।

‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেইগকে। তাই এই ছবি নিয়ে সবার প্রত্যাশাও বেশি। তবে চলতি বছরের ২ এপ্রিল ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা থাকলেও শেষমেশ সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ছবিটির প্রযোজক ও নির্মাতারা।

তাদের দাবি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছবিটির মুক্তি দেওয়া বোকামি। হলিউড রিপোর্টারস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিলে নয়, চলতি বছর ৮ অক্টোবর মুক্তি দেওয়া হবে ‘নো টাইম টু ডাই’। ততোদিনে করোনা পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে।

ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেইগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, র্যাল্ফ ফিয়েনস, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ।

 

শেয়ার করুন

x
English Version

আবার পেছালো জেমস বন্ড ছবির মুক্তি

আপডেট: ১২:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১

জেমস বন্ড সিরিজের নতুন ছবি  ‘নো টাইম টু ডাই’ মুক্তির দিনক্ষণ আবার পেছালো। কথা ছিল এপ্রিলে মুক্তি দেওয়ার। করোনাভাইরাস মহামারীর কারণে ক্ষতি পুষিয়ে নিতে  মুক্তির তারিখ এপ্রিল থেকে পিছিয়ে নেওয়া হল অক্টোবর মাসে। বৃহস্পতিবার ছবির প্রযোজনা সংস্থা এই ঘোষণা দেয়।

জেমস বন্ডের ওয়েবসাইট ও টুইটারে দেওয়া এই ঘোষণা অনুসারে রয়টার্স জানায়, ছবির নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ অক্টোবর। খবর সিএনএনের

এমজিএম এবং কমক্যাস্ট কর্পোরেশনের প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স’য়ের ‘নো টাইম টু ডাই’ ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের এপ্রিল মাসে। পরে সেটা পিছিয়ে নেওয়া হয় গত বছর নভেম্বরে; তারপর নির্ধারণ করা হয় এই বছর এপ্রিলে।

‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেইগকে। তাই এই ছবি নিয়ে সবার প্রত্যাশাও বেশি। তবে চলতি বছরের ২ এপ্রিল ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা থাকলেও শেষমেশ সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ছবিটির প্রযোজক ও নির্মাতারা।

তাদের দাবি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ছবিটির মুক্তি দেওয়া বোকামি। হলিউড রিপোর্টারস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিলে নয়, চলতি বছর ৮ অক্টোবর মুক্তি দেওয়া হবে ‘নো টাইম টু ডাই’। ততোদিনে করোনা পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে।

ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেইগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, র্যাল্ফ ফিয়েনস, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ।