০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

আ.লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১৩৮ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নায়ার কবিরের একটি নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরের দক্ষিণ মৌড়াইলে ঘটনাটি ঘটে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে।

নির্বাচনী কার্যালয়ে থাকা মো. আদেল নামে এক যুবক জানান, দুপুরে একাধিক যুবককে কার্যালয়ের আশেপাশে ঘুরতে দেখে সন্দেহ হয়। একপর্যায়ে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়া হলে কিছুক্ষণ পর ফ্লাইওভারের উপর থেকে পরপর তিনটি ককটেল ছোড়া হয়। এর মধ্যে দুইটি বিস্ফোরণ হয়েছে। তবে এ সময় অফিসের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিউল হোসেন রুবেল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থীর কার্যালয়ের পাশেই স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়ার সভা আহ্বান করা হয়। ওই প্রার্থীর সমর্থকরাই এ হামলা চালিয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল আমরা উদ্ধার করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

আ.লীগের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

আপডেট: ০৬:১৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী নায়ার কবিরের একটি নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শহরের দক্ষিণ মৌড়াইলে ঘটনাটি ঘটে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে।

নির্বাচনী কার্যালয়ে থাকা মো. আদেল নামে এক যুবক জানান, দুপুরে একাধিক যুবককে কার্যালয়ের আশেপাশে ঘুরতে দেখে সন্দেহ হয়। একপর্যায়ে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়া হলে কিছুক্ষণ পর ফ্লাইওভারের উপর থেকে পরপর তিনটি ককটেল ছোড়া হয়। এর মধ্যে দুইটি বিস্ফোরণ হয়েছে। তবে এ সময় অফিসের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিউল হোসেন রুবেল অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থীর কার্যালয়ের পাশেই স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক ভূঁইয়ার সভা আহ্বান করা হয়। ওই প্রার্থীর সমর্থকরাই এ হামলা চালিয়েছে।’

এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল আমরা উদ্ধার করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন: