০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

একদিনে আরও ৩২ প্রাণ কাড়ল করোনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • / ৪১৩৩ বার দেখা হয়েছে

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৭৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭১৪ জন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩২ জনসহ এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৬১ জনে। একই সময় সুস্থ হওয়া ১ হাজার ৭১৪ জনসহ দেশে মোট করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭০ হাজার ৪৯১ জনে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০ হাজার ৬৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন এ নমুনা পরীক্ষায় ১ হাজার ২৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জনের।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম কোন রোগীর মৃত্যু হয়।

ট্যাগঃ

শেয়ার করুন

x
English Version

একদিনে আরও ৩২ প্রাণ কাড়ল করোনা

আপডেট: ১২:৪৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৭৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৭১৪ জন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩২ জনসহ এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৬১ জনে। একই সময় সুস্থ হওয়া ১ হাজার ৭১৪ জনসহ দেশে মোট করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭০ হাজার ৪৯১ জনে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০ হাজার ৬৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন এ নমুনা পরীক্ষায় ১ হাজার ২৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জনের।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম কোন রোগীর মৃত্যু হয়।