০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

এবার মধ্যপ্রদেশে মিললো ডাইনোসরের ডিম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
  • / ৪১৪৪ বার দেখা হয়েছে

আদিম যুগে পৃথিবীর বুকে বিচরণ ছিলো বিশালাকৃতির এই প্রাণীগুলোর।এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে মাটি খুঁড়লে কেবল পাওয়া যাবে তাদের জীবাশ্ম। তবে শুনে অবাক হবেন এককালে ভারতেও ছিল এই আদিম যুগের সরীসৃপেরা। সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে উদ্ধার করা হলো ডাইনোসরের সাতটি ডিমের জীবাষ্ম। যা দেখে অবাক গোটা বিশ্ব। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মন্ডলা জেলা থেকে পাওয়া যায় তৃণভোজী ডাইনোসরের সাতটি জীবাশ্ম ডিম। দাবি করা হয়েছে, জীবাশ্ম গুলো প্রায় ৬৫ মিলিয়ন বছর পুরনো। ডিম গুলি সম্ভবত ডাইনোসরের এক নতুন প্রজাতির।

ডাক্তার হরিসিং গৌর মধ্যপ্রদেশের সাগর জেলার বিশ্ববিদ্যালয়ে ভুবিজ্ঞানের প্রোফেসর। তিনিই উদ্ধার করেন সেই ডিমগুলি। তিনি বলেন, “৩০ অক্টোবর আমি মন্ডলা জেলার স্কুলের এক ছাত্র প্রশান্ত শ্রীবাস্তবের কথা মতো একটি ওয়েবসাইট দেখি। ওই সেখানকার এক স্থানীয় যুবকের হাতে প্রথম দেখে ডিমগুলিকে।” তিনি জানিয়েছেন, ডিমগুলোর ওজন প্রায় ২ কেজি ৬০০ গ্রাম আর ৪০ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ।

শেয়ার করুন

x
English Version

এবার মধ্যপ্রদেশে মিললো ডাইনোসরের ডিম

আপডেট: ০৩:২১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১

আদিম যুগে পৃথিবীর বুকে বিচরণ ছিলো বিশালাকৃতির এই প্রাণীগুলোর।এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে মাটি খুঁড়লে কেবল পাওয়া যাবে তাদের জীবাশ্ম। তবে শুনে অবাক হবেন এককালে ভারতেও ছিল এই আদিম যুগের সরীসৃপেরা। সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে উদ্ধার করা হলো ডাইনোসরের সাতটি ডিমের জীবাষ্ম। যা দেখে অবাক গোটা বিশ্ব। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মন্ডলা জেলা থেকে পাওয়া যায় তৃণভোজী ডাইনোসরের সাতটি জীবাশ্ম ডিম। দাবি করা হয়েছে, জীবাশ্ম গুলো প্রায় ৬৫ মিলিয়ন বছর পুরনো। ডিম গুলি সম্ভবত ডাইনোসরের এক নতুন প্রজাতির।

ডাক্তার হরিসিং গৌর মধ্যপ্রদেশের সাগর জেলার বিশ্ববিদ্যালয়ে ভুবিজ্ঞানের প্রোফেসর। তিনিই উদ্ধার করেন সেই ডিমগুলি। তিনি বলেন, “৩০ অক্টোবর আমি মন্ডলা জেলার স্কুলের এক ছাত্র প্রশান্ত শ্রীবাস্তবের কথা মতো একটি ওয়েবসাইট দেখি। ওই সেখানকার এক স্থানীয় যুবকের হাতে প্রথম দেখে ডিমগুলিকে।” তিনি জানিয়েছেন, ডিমগুলোর ওজন প্রায় ২ কেজি ৬০০ গ্রাম আর ৪০ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ।