০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

ওষুধ ও রসায়ন খাতের ১৩ কোম্পানির মুনাফা বাড়লেও কমেছে ১৪টির

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮
  • / ৪৫১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভূক্ত ওষুধ ও রসায়ন খাতে ২৯টি কোম্পানির মধ্যে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ১৩টি কোম্পানির মুনাফা বেড়েছে এবং ১৪টি কোম্পানির কমেছে। দুই কোম্পানি এখনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সময়ে ৭২.১০ শতাংশ মুনাফা বৃদ্ধি নিয়ে কোম্পানিগুলোর মধ্যে প্রবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্মা এইড লিমিটেড। অন্যদিকে, ৩৫৯.২২ শতাংশ মুনাফা হ্রাস নিয়ে পতনের তালিকায় শীর্ষে রয়েছে লিবরা ইনফিউশন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, মুনাফা বৃদ্ধি পাওয়া ১৩ কোম্পানির মধ্যে ফার্মা এইডের প্রবৃদ্ধি এসেছে ৭২.১০ শতাংশ, বিকন ফার্মার ২৯.৬২ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ১৯.২৩ শতাংশ, রেনেটার ১৮.৫৮ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ১৮.০২ শতাংশ, বেক্সিমকো ফার্মার ১৭.৬১ শতাংশ, ইবনে সিনার ১৭.৮৭ শতাংশ, স্কয়ার ফার্মার ১৩.২২ শতাংশ, এমবি ফার্মার ৮.৬২ শতাংশ, সালভো কেমিক্যালের ৭.১৪ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৪.৪২ শতাংশ, জেএমআইর ১.৯৪ শতাংশ এবং এএফসি এগ্রোর ০.৪৬ শতাংশ।

অপরদিকে, নেতিবাচক প্রবৃদ্ধির দিক থেকে ১৪ কোম্পানির মধ্যে লিবরা ইনফিউশনের শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৩৫৯.২২ শতাংশ, বেক্সিমকো সিনথেটিক্সের ৭৬.৯৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭০.৭০ শতাংশ, এসিআই ফর্মুলেশনের ৫০.১৮ শতাংশ, এসিআইর ৪০.৭৬ শতাংশ, ইমাম বাটনের ২১.৪২ শতাংশ, এ্যাডভেন্ট ফার্মার ২০.৯৬ শতাংশ, ফার কেমিক্যালের ১৮.৩৬ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৯.৬৪ শতাংশ, অরিয়ন ফার্মার ৮.৬০ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৪.৪৮ শতাংশ এবং একটিভ ফাইনের ১.৪৭ শতাংশ।

মুনাফায় থাকা ১৩ কোম্পানির ২০১৭ (২০১৬-১৭ অর্থবছর) বছরে শেয়ারপ্রতি মুনাফা,
২০১৮ (২০১৭-১৮) বছরে শেয়ারপ্রতিমুনাফা এবংমুনাফা প্রবৃদ্ধিরচিত্র নিচে তুলে ধরা হলো:-

কোম্পানিনয় মাসে আয়প্রবৃদ্ধি
২০১৭২০১৮
ফার্মা এইড৭.১৭১২.৩৪৭২.১০%
বিকন ফার্মা০.২৭০.৩৫২৯.৬২%
গ্লোবাল হেভি১.০৪১.২৪১৯.২৩%
রেনেটা২৬.২৬৩১.১৪১৮.৫৮%
কোহিনূর কেমি:৬.৪৯৭.৬৬১৮.০২%
ইবনে সিনা৬.৪৯৭.৬৫১৭.৮৭%
বেক্সিমকো ফার্মা৪.০৩৪.৭৪১৭.৬১%
স্কয়ার ফার্মা১০.৫৯১১.৯৯১৩.২২%
এমবি ফার্মা২.৩২২.৫২৮.৬২%
১০সালভো কেমি:০.৫৬০.৬০৭.১৪%
১১একমি ল্যাব৫.৪২৫.৬৬৪.৪২%
১২জেএমআই৪.১১৪.১৯১.৯৪%
১৩এএফসি এগ্রো২.১৪২.১৫০.৪৬%

মুনাফা হ্রাস পাওয়া ১৪ কোম্পানির ২০১৭ (২০১৬-১৭) বছরে শেয়ারপ্রতি মুনাফা বা লোকসান, ২০১৮ (২০১৭-১৮) বছরে শেয়ারপ্রতি মুনাফা বা লোকসান এবং মুনাফা হ্রাস বা লোকসান বৃদ্ধির চিত্র তুলে ধরা হলো:-

কোম্পানিনয় মাসে আয়মুনাফাহ্রাস
২০১৭২০১৮
লিবরা৪.৮৮-১২৬৫-৩৫৯.২২%
বেক্স সিনথে-১.৩৯-২.৪৬-৭৬.৯৭%
সেন্ট্রাল০.৯৯০.২৯-৭০.৭০%
এসিআই ফরমুল৫.৫০২.৭৪-৫০.১৮%
এসিআই১৫.১১৮.৯৫-৪০.৭৬%
রেকিট বেকিন১১.৫৪৭.৩৪-৩৬.২২
গ্লাক্সো১৪.৬৬১১.৪৯-২১.৬২%
ইমাম বাটন০.৭০-০.৮৫-২১.৪২%
এ্যাডভেন্ট১.২৪০.৯৮-২০.৯৬%
১০ফার কেমি১.৪৭১.২০-১৮.৩৬%
১১অরিয়ন ইনফি:১.১৪১.০৩-৯.৬৪%
১২অরিয়ন ফার্মা৩.০২২.৭৬-৮.৪৬%
১৩ওয়াটা কেমি:৩.১২২.৯৮-৪.৪৮
১৪একটিভ২.০৪২.০১-১.৪৭%

 

শেয়ার করুন

x
English Version

ওষুধ ও রসায়ন খাতের ১৩ কোম্পানির মুনাফা বাড়লেও কমেছে ১৪টির

আপডেট: ০৬:৪৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভূক্ত ওষুধ ও রসায়ন খাতে ২৯টি কোম্পানির মধ্যে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে ১৩টি কোম্পানির মুনাফা বেড়েছে এবং ১৪টি কোম্পানির কমেছে। দুই কোম্পানি এখনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সময়ে ৭২.১০ শতাংশ মুনাফা বৃদ্ধি নিয়ে কোম্পানিগুলোর মধ্যে প্রবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্মা এইড লিমিটেড। অন্যদিকে, ৩৫৯.২২ শতাংশ মুনাফা হ্রাস নিয়ে পতনের তালিকায় শীর্ষে রয়েছে লিবরা ইনফিউশন।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, মুনাফা বৃদ্ধি পাওয়া ১৩ কোম্পানির মধ্যে ফার্মা এইডের প্রবৃদ্ধি এসেছে ৭২.১০ শতাংশ, বিকন ফার্মার ২৯.৬২ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ১৯.২৩ শতাংশ, রেনেটার ১৮.৫৮ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ১৮.০২ শতাংশ, বেক্সিমকো ফার্মার ১৭.৬১ শতাংশ, ইবনে সিনার ১৭.৮৭ শতাংশ, স্কয়ার ফার্মার ১৩.২২ শতাংশ, এমবি ফার্মার ৮.৬২ শতাংশ, সালভো কেমিক্যালের ৭.১৪ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ৪.৪২ শতাংশ, জেএমআইর ১.৯৪ শতাংশ এবং এএফসি এগ্রোর ০.৪৬ শতাংশ।

অপরদিকে, নেতিবাচক প্রবৃদ্ধির দিক থেকে ১৪ কোম্পানির মধ্যে লিবরা ইনফিউশনের শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৩৫৯.২২ শতাংশ, বেক্সিমকো সিনথেটিক্সের ৭৬.৯৭ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৭০.৭০ শতাংশ, এসিআই ফর্মুলেশনের ৫০.১৮ শতাংশ, এসিআইর ৪০.৭৬ শতাংশ, ইমাম বাটনের ২১.৪২ শতাংশ, এ্যাডভেন্ট ফার্মার ২০.৯৬ শতাংশ, ফার কেমিক্যালের ১৮.৩৬ শতাংশ, অরিয়ন ইনফিউশনের ৯.৬৪ শতাংশ, অরিয়ন ফার্মার ৮.৬০ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৪.৪৮ শতাংশ এবং একটিভ ফাইনের ১.৪৭ শতাংশ।

মুনাফায় থাকা ১৩ কোম্পানির ২০১৭ (২০১৬-১৭ অর্থবছর) বছরে শেয়ারপ্রতি মুনাফা,
২০১৮ (২০১৭-১৮) বছরে শেয়ারপ্রতিমুনাফা এবংমুনাফা প্রবৃদ্ধিরচিত্র নিচে তুলে ধরা হলো:-

কোম্পানিনয় মাসে আয়প্রবৃদ্ধি
২০১৭২০১৮
ফার্মা এইড৭.১৭১২.৩৪৭২.১০%
বিকন ফার্মা০.২৭০.৩৫২৯.৬২%
গ্লোবাল হেভি১.০৪১.২৪১৯.২৩%
রেনেটা২৬.২৬৩১.১৪১৮.৫৮%
কোহিনূর কেমি:৬.৪৯৭.৬৬১৮.০২%
ইবনে সিনা৬.৪৯৭.৬৫১৭.৮৭%
বেক্সিমকো ফার্মা৪.০৩৪.৭৪১৭.৬১%
স্কয়ার ফার্মা১০.৫৯১১.৯৯১৩.২২%
এমবি ফার্মা২.৩২২.৫২৮.৬২%
১০সালভো কেমি:০.৫৬০.৬০৭.১৪%
১১একমি ল্যাব৫.৪২৫.৬৬৪.৪২%
১২জেএমআই৪.১১৪.১৯১.৯৪%
১৩এএফসি এগ্রো২.১৪২.১৫০.৪৬%

মুনাফা হ্রাস পাওয়া ১৪ কোম্পানির ২০১৭ (২০১৬-১৭) বছরে শেয়ারপ্রতি মুনাফা বা লোকসান, ২০১৮ (২০১৭-১৮) বছরে শেয়ারপ্রতি মুনাফা বা লোকসান এবং মুনাফা হ্রাস বা লোকসান বৃদ্ধির চিত্র তুলে ধরা হলো:-

কোম্পানিনয় মাসে আয়মুনাফাহ্রাস
২০১৭২০১৮
লিবরা৪.৮৮-১২৬৫-৩৫৯.২২%
বেক্স সিনথে-১.৩৯-২.৪৬-৭৬.৯৭%
সেন্ট্রাল০.৯৯০.২৯-৭০.৭০%
এসিআই ফরমুল৫.৫০২.৭৪-৫০.১৮%
এসিআই১৫.১১৮.৯৫-৪০.৭৬%
রেকিট বেকিন১১.৫৪৭.৩৪-৩৬.২২
গ্লাক্সো১৪.৬৬১১.৪৯-২১.৬২%
ইমাম বাটন০.৭০-০.৮৫-২১.৪২%
এ্যাডভেন্ট১.২৪০.৯৮-২০.৯৬%
১০ফার কেমি১.৪৭১.২০-১৮.৩৬%
১১অরিয়ন ইনফি:১.১৪১.০৩-৯.৬৪%
১২অরিয়ন ফার্মা৩.০২২.৭৬-৮.৪৬%
১৩ওয়াটা কেমি:৩.১২২.৯৮-৪.৪৮
১৪একটিভ২.০৪২.০১-১.৪৭%