০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

করোনায় আরও ১১ জনের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • / ৪১৪৬ বার দেখা হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৪৬২ জনে। এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬০৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫০ হাজার ৩৩০ জনে।

রোববার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন এক হাজার ৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ তিন হাজার তিন জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্য থেকে ১৪ হাজার ৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার চার দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৪৬ হাজার ২০৫টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী দুই জন। এর মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৪৬২ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৩৯৭ জন বাকি দুই হাজার ৬৫ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ১১ জনের মধ্যে সাত জন ষাটোর্ধ্ব, দুই জন পঞ্চাশোর্ধ্ব বয়সের এবং চল্লিশোর্ধ্ব ও ত্রিশোর্ধ্ব একজন করে রয়েছেন।

 

আরও পড়ু্ন:

শেয়ার করুন

x
English Version

করোনায় আরও ১১ জনের মৃত্যু

আপডেট: ০৩:৩৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৪৬২ জনে। এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬০৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫০ হাজার ৩৩০ জনে।

রোববার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন এক হাজার ৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ তিন হাজার তিন জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্য থেকে ১৪ হাজার ৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার চার দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৪৬ হাজার ২০৫টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে পুরুষ ৯ জন এবং নারী দুই জন। এর মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৪৬২ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৩৯৭ জন বাকি দুই হাজার ৬৫ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ১১ জনের মধ্যে সাত জন ষাটোর্ধ্ব, দুই জন পঞ্চাশোর্ধ্ব বয়সের এবং চল্লিশোর্ধ্ব ও ত্রিশোর্ধ্ব একজন করে রয়েছেন।

 

আরও পড়ু্ন: