০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

করোনা আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ ৪১তম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
  • / ৪৪৯৬ বার দেখা হয়েছে

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিবেচনায় বিশ্বের দুই শতাধিক দেশের মধ্যে বাংলাদেশ এখন ৪১তম স্থানে অবস্থান করছে। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যের পর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সেই তথ্য আপডেট করায় এ অবস্থানে উঠে আসে বাংলাদেশ।

এদিন নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গেল ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৯৫৮ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৭৩ জনের। এর মধ্যে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৭১ জনের শরীরে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন দুজন। বর্তমানে দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ৮ হাজার ২৩১ এবং ১৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ের পরপরই ওয়ার্ল্ডোমিটার তাদের ওয়েবসাইটে বাংলাদেশের তথ্য আপডেট করে। ওয়েবসাইটটি শনাক্ত রোগীর সংখ্যার হিসাবে ক্রমিক করে থাকে। বর্তমানে সেই তালিকায়ই বাংলাদেশের অবস্থান ৪১ নম্বরে।

চীন দিয়ে এ তালিকা শুরু হলেও এখন শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। শীর্ষ ১০টি দেশের মধ্যেও নেই চীন।

দুই থেকে ১০ নম্বরে থাকা দেশগুলো হলো, স্পেন, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, রাশিয়া, ইরান ও ব্রাজিল।

বিজে/জেডআই

শেয়ার করুন

x
English Version

করোনা আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ ৪১তম

আপডেট: ০৩:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিবেচনায় বিশ্বের দুই শতাধিক দেশের মধ্যে বাংলাদেশ এখন ৪১তম স্থানে অবস্থান করছে। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্যের পর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সেই তথ্য আপডেট করায় এ অবস্থানে উঠে আসে বাংলাদেশ।

এদিন নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গেল ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৯৫৮ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৫৭৩ জনের। এর মধ্যে নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৭১ জনের শরীরে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন দুজন। বর্তমানে দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ৮ হাজার ২৩১ এবং ১৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ের পরপরই ওয়ার্ল্ডোমিটার তাদের ওয়েবসাইটে বাংলাদেশের তথ্য আপডেট করে। ওয়েবসাইটটি শনাক্ত রোগীর সংখ্যার হিসাবে ক্রমিক করে থাকে। বর্তমানে সেই তালিকায়ই বাংলাদেশের অবস্থান ৪১ নম্বরে।

চীন দিয়ে এ তালিকা শুরু হলেও এখন শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। শীর্ষ ১০টি দেশের মধ্যেও নেই চীন।

দুই থেকে ১০ নম্বরে থাকা দেশগুলো হলো, স্পেন, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, রাশিয়া, ইরান ও ব্রাজিল।

বিজে/জেডআই