০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ক্ষমা চাইলেন প্রসেনজিৎ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / ৪১১১ বার দেখা হয়েছে

মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন ছিল ২৫ জানুয়ারি। মহাকবির জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছিলেন টলিউডের অনেক তারকা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছিলেন সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি।

ভুল করে মাইকেল মধুসূদন দত্তের ছবির বদলে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ছবি পোস্ট করেন প্রসেনজিৎ। তাতেই সমালোচনার মুখে পড়েন এ অভিনেতা। নেটিজেনদের অনেকেই তার ভুল ধরতে শুরু করেন এবং কড়া সমালোচনা করেন।

পরে অবশ্য ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন প্রসেনজিৎ। তাতেও থামেননি সমালোচকরা। কড়া আক্রমণ করেছেন অভিনেতাকে। প্রসেনজিৎকে ‘বাংলার আলিয়া ভাট’ বলে উল্লেখ করেছেন এক নেটিজেন। আরেকজন লিখেছেন, ‘যদি নাই চিনতেন, তাহলে লোক দেখানো শুভেচ্ছা জানানোর মানে হয় না।’

ওই পোস্টে প্রসেনজিতের পক্ষেও মন্তব্য করেছেন অনেকে। আবদুল গাফফার নামে একজন লিখেছেন, ‘ভদ্রলোক বলেই ক্ষমা চেয়েছেন।’ সবুজ বিশ্বাস লিখেছেন, ‘ভুল মানুষ মাত্রই হয়।’ তার নিচেই প্রতিমা বিশ্বাস লিখেছেন, ‘মানুষ মাত্র ভুল হতেই পারে। সবাই ভুল করে। ১০০% পারফেক্ট নই কেউই।’

মাইকেল মধুসূদন দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রসেনজিৎ তার ফেসবুকে লিখেছিলেন, বাংলা সাহিত্যের বিশেষকরে রেনেসাঁস সময়ের অন্যতম কবি নাট্যকার, প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। যার শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন আমাদের মাতৃভাষাকে করে তুলেছে আরও সমৃদ্ধ। সেই মহামানবের জন্মবার্ষিকী আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।

শেয়ার করুন

x
English Version

ক্ষমা চাইলেন প্রসেনজিৎ

আপডেট: ০২:১৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১

মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন ছিল ২৫ জানুয়ারি। মহাকবির জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছিলেন টলিউডের অনেক তারকা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছিলেন সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি।

ভুল করে মাইকেল মধুসূদন দত্তের ছবির বদলে উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর ছবি পোস্ট করেন প্রসেনজিৎ। তাতেই সমালোচনার মুখে পড়েন এ অভিনেতা। নেটিজেনদের অনেকেই তার ভুল ধরতে শুরু করেন এবং কড়া সমালোচনা করেন।

পরে অবশ্য ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন প্রসেনজিৎ। তাতেও থামেননি সমালোচকরা। কড়া আক্রমণ করেছেন অভিনেতাকে। প্রসেনজিৎকে ‘বাংলার আলিয়া ভাট’ বলে উল্লেখ করেছেন এক নেটিজেন। আরেকজন লিখেছেন, ‘যদি নাই চিনতেন, তাহলে লোক দেখানো শুভেচ্ছা জানানোর মানে হয় না।’

ওই পোস্টে প্রসেনজিতের পক্ষেও মন্তব্য করেছেন অনেকে। আবদুল গাফফার নামে একজন লিখেছেন, ‘ভদ্রলোক বলেই ক্ষমা চেয়েছেন।’ সবুজ বিশ্বাস লিখেছেন, ‘ভুল মানুষ মাত্রই হয়।’ তার নিচেই প্রতিমা বিশ্বাস লিখেছেন, ‘মানুষ মাত্র ভুল হতেই পারে। সবাই ভুল করে। ১০০% পারফেক্ট নই কেউই।’

মাইকেল মধুসূদন দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রসেনজিৎ তার ফেসবুকে লিখেছিলেন, বাংলা সাহিত্যের বিশেষকরে রেনেসাঁস সময়ের অন্যতম কবি নাট্যকার, প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। যার শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে সনেট এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন আমাদের মাতৃভাষাকে করে তুলেছে আরও সমৃদ্ধ। সেই মহামানবের জন্মবার্ষিকী আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।