০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে আরও ৭ করোনা রোগী শনাক্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
  • / ৪২০৯ বার দেখা হয়েছে

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। আজ সোমবার (২৭ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রাম বিভাগে রোববার ১০১টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়ার ৬ জন, নগরের দামপাড়ার ১ জন এবং লক্ষীপুর জেলায় ৩ জন রোগী পাওয়া গেছে।

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৬ মার্চ চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়। চট্টগ্রামে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ৩ এপ্রিল। নগরীর দামপাড়ায় ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি ওমরাফেরত তার মেয়ের মাধ্যমে সংক্রমিত হন বলে ধারণা করা হয়। এখন পর্যন্ত তিনি করোনা পজিটিভ আছেন। পরে ৫ এপ্রিল দ্বিতীয় করোনা রোগী শনাক্ত হন ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলে।

শেয়ার করুন

x
English Version

চট্টগ্রামে আরও ৭ করোনা রোগী শনাক্ত

আপডেট: ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। আজ সোমবার (২৭ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রাম বিভাগে রোববার ১০১টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে চট্টগ্রামের সাতকানিয়ার ৬ জন, নগরের দামপাড়ার ১ জন এবং লক্ষীপুর জেলায় ৩ জন রোগী পাওয়া গেছে।

চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৬ মার্চ চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা শুরু হয়। চট্টগ্রামে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ৩ এপ্রিল। নগরীর দামপাড়ায় ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি ওমরাফেরত তার মেয়ের মাধ্যমে সংক্রমিত হন বলে ধারণা করা হয়। এখন পর্যন্ত তিনি করোনা পজিটিভ আছেন। পরে ৫ এপ্রিল দ্বিতীয় করোনা রোগী শনাক্ত হন ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলে।