০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

ডিসেম্বর পর্যন্ত ইতালিতে বাংলাদেশিদের প্রবেশের অনুমতি নেই’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
  • / ৪১৫৮ বার দেখা হয়েছে

ইতালি বাংলাদেশি নাগরিকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রবেশের অনুমতি দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

ইতালি প্রবাসীদের সে দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এই ইস্যুতে ইতালি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু, এখনো কোনো ভালো ফল আসেনি।

তিনি বলেন, বাংলাদেশি প্রবাসীরা এই পরিস্থিতির জন্য দায়ী। কারণ তারা ইতালি সরকারের কোয়ারেন্টিন নিয়ম লঙ্ঘন করেছিল। আপনারা জানেন তারা ইতালির আইন মেনে চলেননি।

মন্ত্রী বলেন, ৪৮ জন বাংলাদেশি ইতালি যাওয়ার পর, তাদের করোনা আক্রান্ত সন্দেহ করে ইতালি কর্তৃপক্ষ একটি হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে বলেছিল। কিন্তু, তাদের অনেকেই কোয়ারেন্টিন করেননি। এছাড়া ইতালির সরকার রোমে থাকা ৩০ হাজার বাংলাদেশিকে বাধ্যতামূলক কোভিড-১৯ পরীক্ষা করতে বলেছিল। কিন্তু অনেক বাংলাদেশি পরীক্ষা এড়াতে শহর ছেড়ে পালিয়েছেন, যা খুবই দুর্ভাগ্যজনক।

প্রবাসী কর্মীরা ঢাকায় ইতালিয়ান মিশনের সামনে প্রতিবাদ জানালে ভালো হয় উল্লেখ করে মোমেন বলেন, তারা যদি ইতালিয়ান মিশনের সামনে প্রতিবাদ জানায়, তবে তারা তাদের দেশে জানাতে পারবে।

বিজনেসজার্নাল/এইচআর

পুঁজিবাজার ও অর্থনীতির সর্বশেষ সবাদ পেতে আমাদের ফেসবুক পেইজ ‘বিজনেস জার্নাল

ও ফেসবুক গ্রুপ ‘ডিএসই-সিএসই আপডেট’ এর সাথে সংযুক্ত থাকুন।

শেয়ার করুন

x
English Version

ডিসেম্বর পর্যন্ত ইতালিতে বাংলাদেশিদের প্রবেশের অনুমতি নেই’

আপডেট: ০১:৩১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০

ইতালি বাংলাদেশি নাগরিকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রবেশের অনুমতি দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

ইতালি প্রবাসীদের সে দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি এই ইস্যুতে ইতালি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু, এখনো কোনো ভালো ফল আসেনি।

তিনি বলেন, বাংলাদেশি প্রবাসীরা এই পরিস্থিতির জন্য দায়ী। কারণ তারা ইতালি সরকারের কোয়ারেন্টিন নিয়ম লঙ্ঘন করেছিল। আপনারা জানেন তারা ইতালির আইন মেনে চলেননি।

মন্ত্রী বলেন, ৪৮ জন বাংলাদেশি ইতালি যাওয়ার পর, তাদের করোনা আক্রান্ত সন্দেহ করে ইতালি কর্তৃপক্ষ একটি হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে বলেছিল। কিন্তু, তাদের অনেকেই কোয়ারেন্টিন করেননি। এছাড়া ইতালির সরকার রোমে থাকা ৩০ হাজার বাংলাদেশিকে বাধ্যতামূলক কোভিড-১৯ পরীক্ষা করতে বলেছিল। কিন্তু অনেক বাংলাদেশি পরীক্ষা এড়াতে শহর ছেড়ে পালিয়েছেন, যা খুবই দুর্ভাগ্যজনক।

প্রবাসী কর্মীরা ঢাকায় ইতালিয়ান মিশনের সামনে প্রতিবাদ জানালে ভালো হয় উল্লেখ করে মোমেন বলেন, তারা যদি ইতালিয়ান মিশনের সামনে প্রতিবাদ জানায়, তবে তারা তাদের দেশে জানাতে পারবে।

বিজনেসজার্নাল/এইচআর

পুঁজিবাজার ও অর্থনীতির সর্বশেষ সবাদ পেতে আমাদের ফেসবুক পেইজ ‘বিজনেস জার্নাল

ও ফেসবুক গ্রুপ ‘ডিএসই-সিএসই আপডেট’ এর সাথে সংযুক্ত থাকুন।