১২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

নতুন প্রিয়তমা সিঁথিকে নিয়ে আসছেন ক্যাপ্টেন হাবিব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১৩৬ বার দেখা হয়েছে

প্রথম দ্বৈত গানে কণ্ঠ দিলেন হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা। গানের ভুবনে এই দুই শিল্পীর পথচলা দীর্ঘদিনের হলেও একসঙ্গে গান করতে দেখা যায়নি। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে প্রথম দ্বৈত গান গাইলেন তারা। গানের শিরোনাম ‘উড়ে যারে মুনিয়া’। এর কথা লিখেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। একই সঙ্গে তিনি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। 

গানের সুর ও সংগীত আয়োজন করেছেন শিল্পী হাবিব ওয়াহিদ। পাশাপাশি শিল্পী সিঁথি সাহার সঙ্গে গানের মডেল হিসেবেও অংশ নিয়েছেন। সম্প্রতি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে। ভিডিওতে এক নাবিকের ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। যেখানে নাবিক চরিত্রে হাবিব এবং তার প্রিয়তমার চরিত্রে সিঁথি সাহা অভিনয় করেছেন। 

আগামী ১১ ফেব্রুয়ারি এইচডব্লিউ ইউটিউব চ্যানেলে গানের ভিডিও প্রকাশ করা হবে বলে হাবিব জানান। এ আয়োজন নিয়ে তিনি বলেন, ‘কর্তব্য পালনে প্রিয়জন ছেড়ে দূরে গেলেও মনের দূরত্ব কমে না- এ সত্যিটাই গানে তুলে ধরা হয়েছে। সিঁথি এবং আমি দু’জনেই চেষ্টা করেছি সেরা গায়কি তুলে ধরার, যা অনেকের ভালো লাগবে।’ 

সিঁথির কথায়, তার শিল্পীজীবনের অন্যতম গান এটি, যা অনেকের হৃদয় স্পর্শ করবে।  গানে আমার উপস্থিতিও অন্যরকম। ভিডিও নির্মাণও আধুনিক। গানের কথার সঙ্গে ভিডিওর গল্পে মিল রাখা হয়েছে।

শেয়ার করুন

x
English Version

নতুন প্রিয়তমা সিঁথিকে নিয়ে আসছেন ক্যাপ্টেন হাবিব

আপডেট: ০২:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১

প্রথম দ্বৈত গানে কণ্ঠ দিলেন হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা। গানের ভুবনে এই দুই শিল্পীর পথচলা দীর্ঘদিনের হলেও একসঙ্গে গান করতে দেখা যায়নি। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে প্রথম দ্বৈত গান গাইলেন তারা। গানের শিরোনাম ‘উড়ে যারে মুনিয়া’। এর কথা লিখেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। একই সঙ্গে তিনি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন। 

গানের সুর ও সংগীত আয়োজন করেছেন শিল্পী হাবিব ওয়াহিদ। পাশাপাশি শিল্পী সিঁথি সাহার সঙ্গে গানের মডেল হিসেবেও অংশ নিয়েছেন। সম্প্রতি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে। ভিডিওতে এক নাবিকের ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। যেখানে নাবিক চরিত্রে হাবিব এবং তার প্রিয়তমার চরিত্রে সিঁথি সাহা অভিনয় করেছেন। 

আগামী ১১ ফেব্রুয়ারি এইচডব্লিউ ইউটিউব চ্যানেলে গানের ভিডিও প্রকাশ করা হবে বলে হাবিব জানান। এ আয়োজন নিয়ে তিনি বলেন, ‘কর্তব্য পালনে প্রিয়জন ছেড়ে দূরে গেলেও মনের দূরত্ব কমে না- এ সত্যিটাই গানে তুলে ধরা হয়েছে। সিঁথি এবং আমি দু’জনেই চেষ্টা করেছি সেরা গায়কি তুলে ধরার, যা অনেকের ভালো লাগবে।’ 

সিঁথির কথায়, তার শিল্পীজীবনের অন্যতম গান এটি, যা অনেকের হৃদয় স্পর্শ করবে।  গানে আমার উপস্থিতিও অন্যরকম। ভিডিও নির্মাণও আধুনিক। গানের কথার সঙ্গে ভিডিওর গল্পে মিল রাখা হয়েছে।