০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

নির্বাচনের তারিখ না বদলালে বিক্ষোভ, অবরোধ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০
  • / ৪৩৯৭ বার দেখা হয়েছে

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তন না করা হলে বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে ২০ জানুয়ারি বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ, ২৪ জানুয়ারি সকাল-সন্ধ্যা গণ–অবস্থান, ২৫ জানুয়ারি অবরোধ এবং ২৭ জানুয়ারি প্রতীকী অনশন।

আজ শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা করা হয়। ৩০ জানুয়ারি সরস্বতীপূজার দিনে অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। তিনি বলেন, ৩০ জানুয়ারি সরস্বতীপূজার দিনে ধার্যকৃত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন কোনোভাবে পেছানো যাবে না বলে নির্বাচন কমিশন থেকে যে কথা বলা হচ্ছে, তা নিতান্তই খোঁড়া যুক্তি।

শেয়ার করুন

x
English Version

নির্বাচনের তারিখ না বদলালে বিক্ষোভ, অবরোধ

আপডেট: ০৭:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২০

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তন না করা হলে বিভিন্ন কর্মসূচি পালন করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে ২০ জানুয়ারি বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ, ২৪ জানুয়ারি সকাল-সন্ধ্যা গণ–অবস্থান, ২৫ জানুয়ারি অবরোধ এবং ২৭ জানুয়ারি প্রতীকী অনশন।

আজ শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা করা হয়। ৩০ জানুয়ারি সরস্বতীপূজার দিনে অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পেছানোর দাবিতে এ সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। তিনি বলেন, ৩০ জানুয়ারি সরস্বতীপূজার দিনে ধার্যকৃত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন কোনোভাবে পেছানো যাবে না বলে নির্বাচন কমিশন থেকে যে কথা বলা হচ্ছে, তা নিতান্তই খোঁড়া যুক্তি।