০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রিয় মানুষকে দিবেন যে রঙের গোলাপ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১২০ বার দেখা হয়েছে

শুরু হয়ে গেল ভ্যালেন্টাইন’স উইক বা প্রেমের সপ্তাহ। আর ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়েই শুরু হয় এই ভালবাসার সপ্তাহ। প্রিয় মানুষকে গোলাপ উপহার দিয়েই প্রকাশ করা হয় ভালোবাসা। বিভিন্ন রঙের গোলাপের রয়েছে বিভিন্ন অর্থ। আর তাই কোন মানুষকে দিবেন কোন রঙের গোলাপ বা আপনার প্রিয় জন এর জন্যই বা কোনটি । তাই জেনে নিন কোন গোলাপ কিসের প্রতীক।

লাল গোলাপকে বলা হয় ভালোবাসা ও রোমান্সের প্রতীক।

হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। আনন্দের প্রতীকও বলা হয় একে।

শুদ্ধতার প্রতীক হচ্ছে সাদা গোলাপ। অনেক ধর্মে বিয়ের দিন বর-কনে একে অন্যকে সাদা গোলাপ উপহার দেন।

কাছের মানুষটিকে ধন্যবাদ দিতে চাইলে বেছে নিতে পারেন গোলাপি গোলাপ বা পিঙ্ক রোজ। এটি কৃতজ্ঞতা প্রকাশ ও প্রশংসার প্রতীক।

পার্পল রং র‌য়্যালিটির প্রতীক। পার্পল গোলাপের ভাষা তাই ম্যাজেস্টি। রানিকে সম্মান জানাতে দেওয়া হয় পার্পল গোলাপ।

পিচ গোলাপ আরোগ্যের প্রতীক। সততা, আন্তরিকতা, সহমর্মিতা বোঝাতে উপহার দিন পিচ গোলাপ।

শেয়ার করুন

x
English Version

প্রিয় মানুষকে দিবেন যে রঙের গোলাপ

আপডেট: ০৩:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১

শুরু হয়ে গেল ভ্যালেন্টাইন’স উইক বা প্রেমের সপ্তাহ। আর ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়েই শুরু হয় এই ভালবাসার সপ্তাহ। প্রিয় মানুষকে গোলাপ উপহার দিয়েই প্রকাশ করা হয় ভালোবাসা। বিভিন্ন রঙের গোলাপের রয়েছে বিভিন্ন অর্থ। আর তাই কোন মানুষকে দিবেন কোন রঙের গোলাপ বা আপনার প্রিয় জন এর জন্যই বা কোনটি । তাই জেনে নিন কোন গোলাপ কিসের প্রতীক।

লাল গোলাপকে বলা হয় ভালোবাসা ও রোমান্সের প্রতীক।

হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। আনন্দের প্রতীকও বলা হয় একে।

শুদ্ধতার প্রতীক হচ্ছে সাদা গোলাপ। অনেক ধর্মে বিয়ের দিন বর-কনে একে অন্যকে সাদা গোলাপ উপহার দেন।

কাছের মানুষটিকে ধন্যবাদ দিতে চাইলে বেছে নিতে পারেন গোলাপি গোলাপ বা পিঙ্ক রোজ। এটি কৃতজ্ঞতা প্রকাশ ও প্রশংসার প্রতীক।

পার্পল রং র‌য়্যালিটির প্রতীক। পার্পল গোলাপের ভাষা তাই ম্যাজেস্টি। রানিকে সম্মান জানাতে দেওয়া হয় পার্পল গোলাপ।

পিচ গোলাপ আরোগ্যের প্রতীক। সততা, আন্তরিকতা, সহমর্মিতা বোঝাতে উপহার দিন পিচ গোলাপ।