০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

বহুজাতিক কোম্পানির দাপটে পুঁজিবাজারে উত্থান

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • / ৪৩৩০ বার দেখা হয়েছে

ব্যাংক ও আর্থিক খাতের পাশাপাশি বেশিরভাগ বহুজাতিক কোম্পানির দাম বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ মার্চ) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এ দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অর্থাৎ দুই ঘণ্টা সূচকের ওঠানামায় বাজারে লেনদেন হয়। এরপর ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন হয়। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২২৯ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। এর ফলে টানা দুই কার্যদিবস পুঁজিবাজারে উত্থান হলো। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলো লভ্যাংশ ঘোষণা করবে শিগগিরিই। তাই বিনিয়োগকারীদের নজর পড়েছে এই দুই খাতের শেয়ারে। ফলে ৭ মার্চ পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে দুটির এবং অপরিবর্তিত রয়েছে সাত কোম্পানির শেয়ারের দাম।

অপরদিকে, ব্যাংক খাতের পাশাপাশি তালিকাভুক্ত ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে চারটির ও অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনেদেন হয়নি দুটির। এছাড়াও বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন, রেকিট বেনকিজার, মেরিকো, রেনাটা, লিন্ডে বিডি এবং বার্জার পেইন্টস কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ডিএসইর তথ্যমতে, সবমিলিয়ে রোববার ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৬৮ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ দিন শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক সাত দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫৬ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক বেড়েছে ৪৩ দশমিক ৩৭ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১৩৩টির ও অপরিবর্তিত রয়েছে ১০০টির শেয়ারের দাম। এ দিন লেনদেন হয়েছে ৮৭৬ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল হয়েছিল ৭০৭ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লাফার্জহোলসিম, সামিট পাওয়ার, রবি আজিয়াটা, বেক্সিমকো, জিবিবি পাওয়ার, বেক্সিমকো ফার্মা, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, অরিয়ন ফার্মা এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জহোলসিম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকে বাংলাদেশ, সামিট পাওয়ার, ডাচ বাংলা ব্যাংক, বার্জার পেইন্টস, বিএসআরএম লিমিটেড, সিটি ব্যাংক, বিডি ফাইন্যান্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং ইফাদ অটোস  লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ২২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২০০ পয়েন্টে। লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৮১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ারের দাম।

এ দিন সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ২২ লাখ ১৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩২ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার টাকা।

 

আরও পড়ু্ন:

শেয়ার করুন

x
English Version

বহুজাতিক কোম্পানির দাপটে পুঁজিবাজারে উত্থান

আপডেট: ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১

ব্যাংক ও আর্থিক খাতের পাশাপাশি বেশিরভাগ বহুজাতিক কোম্পানির দাম বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ মার্চ) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে।

এ দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অর্থাৎ দুই ঘণ্টা সূচকের ওঠানামায় বাজারে লেনদেন হয়। এরপর ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন হয়। দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২২৯ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। এর ফলে টানা দুই কার্যদিবস পুঁজিবাজারে উত্থান হলো। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলো লভ্যাংশ ঘোষণা করবে শিগগিরিই। তাই বিনিয়োগকারীদের নজর পড়েছে এই দুই খাতের শেয়ারে। ফলে ৭ মার্চ পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে দুটির এবং অপরিবর্তিত রয়েছে সাত কোম্পানির শেয়ারের দাম।

অপরদিকে, ব্যাংক খাতের পাশাপাশি তালিকাভুক্ত ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে চারটির ও অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনেদেন হয়নি দুটির। এছাড়াও বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন, রেকিট বেনকিজার, মেরিকো, রেনাটা, লিন্ডে বিডি এবং বার্জার পেইন্টস কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ডিএসইর তথ্যমতে, সবমিলিয়ে রোববার ডিএসইর প্রধান সূচক আগের দিনের তুলনায় ৬৮ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ দিন শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক সাত দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৫৬ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক বেড়েছে ৪৩ দশমিক ৩৭ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ১৩৩টির ও অপরিবর্তিত রয়েছে ১০০টির শেয়ারের দাম। এ দিন লেনদেন হয়েছে ৮৭৬ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল হয়েছিল ৭০৭ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার টাকা।

ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লাফার্জহোলসিম, সামিট পাওয়ার, রবি আজিয়াটা, বেক্সিমকো, জিবিবি পাওয়ার, বেক্সিমকো ফার্মা, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, অরিয়ন ফার্মা এবং বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

দাম বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জহোলসিম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকে বাংলাদেশ, সামিট পাওয়ার, ডাচ বাংলা ব্যাংক, বার্জার পেইন্টস, বিএসআরএম লিমিটেড, সিটি ব্যাংক, বিডি ফাইন্যান্স, লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং ইফাদ অটোস  লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ২২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২০০ পয়েন্টে। লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৮১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ারের দাম।

এ দিন সিএসইতে লেনদেন হয়েছে ৬২ কোটি ২২ লাখ ১৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৩২ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার টাকা।

 

আরও পড়ু্ন: