০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

‘বাংলাদেশে সুকুক বন্ডের সম্ভাবনা অনেক’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১১০ বার দেখা হয়েছে

বাংলাদেশে সুকুক বন্ডের সম্ভাবনা অনেক। সারা বিশ্বে এটি পুঁজি সংগ্রহের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে ৯০ শতাংশ মুসলিমের বসবাস। এখানে অনেকেই শরিআহ ভিত্তিক লেনদেনে করছে। তাই আমি আশা করি আরও অনেকে আছেন যারা সুকুক বন্ড ও অন্যান্য প্রোডাক্টে বিনিয়োগ করতে আগ্রহী হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল- ইসলাম।

বুধবার (১০ ফেব্রুয়ারি) আরব আমিরাতের দু্বাইয়ে ইউসিবি স্টক ব্রোকারেজের আয়োজিত সুকুক: দ্যা নিউ ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ শিরোনামের একটি সেমিনারে অংশগ্রহন করে তিনি এসব কথা বলেন। সেমিনারে অংশগ্রহণ করেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। আমাদের মানি মার্কেট ও ক্যাপিটাল মার্কেটে একসাথে কাজ করতে হবে। এছাড়া যেসব মিউচুয়াল ফান্ড, বন্ড বাজারে আসবে তাদের প্রোমোট করতে হবে। তাহলে তাদের মাধ্যমে ভালো উদ্যোক্তা তৈরি হবে। আমরা বন্ড, সুকুক বন্ড ও অন্যান্য প্রোডাক্টের প্রোভাইড করার মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য অর্থ সংগ্রহের ব্যবস্থা করবো। এগুলোর মাধ্যমে আমাদের অর্থায়নের দীর্ঘকালীন পরিকল্পনাও বাস্তবায়ন করা সম্ভব হবে। এর ফলে ব্যাবসায় প্রতিষ্ঠানগুলো ভালো করবে।

তিনি আরও বলেন, আমরা আপনাদেরকে সহয ব্যাবসায়ের সমাধান দিচ্ছি। আপনাদের ব্যাবসায়ের সকল নিরাপত্তার ব্যবস্থা আমরা করে দেব। সে জন্য আলাদা নিয়মকানুনের ব্যবস্থা করা হবে। আর সময় নষ্ট করতে চাইনা। আমরা অনেক বেশি মনোযোগী আপনাদের ব্যবসায়ের দিকে।

এছাড়াও তিনি বলেন, আর্থায়নের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনেকগুলো আইন তৈরি করেছে। এছাড়াও পরিকল্পনা অনুযায়ী আরও কাজ করা হচ্ছে। সুতারাং, আপনাদের যদি ব্যবসা নিয়ে দীর্ঘকালীন পরিকল্পনা থাকে তাহলে আমরা আপনাদের দীর্ঘ সময়ের আর্থিক সমাধান দেওয়া হবে। এসব ব্যাপারে আমরা অনেকের সাথে মিটিং করেছি। সবাই এ ব্যাপারে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে সুকুক খুব জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের সাথে রয়েছে অনেক জনপ্রিয় ব্যবসায়ীরা। তাদের অনেকের সাথে কথা হয়েছে এবং এরা সবাই কাজ করতে আগ্রহী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনস্যুলেট মো. ইকবাল হুসাইন খান বলেন, বাংলাদেশে এখন বড় বড় প্রকল্প হচ্ছে। সেখানে বিনিয়োগের দরকার। এই বিনিয়োগের চাহিদা সুকুক বন্ডের মাধ্যমে মেটানো সম্ভব বলে মনে করেন তিনি। এসময় বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের জন্য দুবাইয়ের বিনিয়োগকারীদের প্রতি তিনি আহ্বান করেন।

বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের জন্য সঠিক সময়ে এবং সঠিক জায়গায় রোড শো করা হয়েছে বলে জানান এই কনস্যুলেট।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএসইসির কমিশনার কামালুজ্জামান, নির্বাহি পরিচালক মাহবুবুল আলম, বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান, ইউসিবি ইনভেস্টমেন্টের সিইও তানজিম আলমগীর, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ড. মাহতাবুর রহমান, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল ও ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও রাশেদুল হাসান।

শেয়ার করুন

x
English Version

‘বাংলাদেশে সুকুক বন্ডের সম্ভাবনা অনেক’

আপডেট: ০৫:৪০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১

বাংলাদেশে সুকুক বন্ডের সম্ভাবনা অনেক। সারা বিশ্বে এটি পুঁজি সংগ্রহের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে ৯০ শতাংশ মুসলিমের বসবাস। এখানে অনেকেই শরিআহ ভিত্তিক লেনদেনে করছে। তাই আমি আশা করি আরও অনেকে আছেন যারা সুকুক বন্ড ও অন্যান্য প্রোডাক্টে বিনিয়োগ করতে আগ্রহী হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত- উল- ইসলাম।

বুধবার (১০ ফেব্রুয়ারি) আরব আমিরাতের দু্বাইয়ে ইউসিবি স্টক ব্রোকারেজের আয়োজিত সুকুক: দ্যা নিউ ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ শিরোনামের একটি সেমিনারে অংশগ্রহন করে তিনি এসব কথা বলেন। সেমিনারে অংশগ্রহণ করেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। আমাদের মানি মার্কেট ও ক্যাপিটাল মার্কেটে একসাথে কাজ করতে হবে। এছাড়া যেসব মিউচুয়াল ফান্ড, বন্ড বাজারে আসবে তাদের প্রোমোট করতে হবে। তাহলে তাদের মাধ্যমে ভালো উদ্যোক্তা তৈরি হবে। আমরা বন্ড, সুকুক বন্ড ও অন্যান্য প্রোডাক্টের প্রোভাইড করার মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য অর্থ সংগ্রহের ব্যবস্থা করবো। এগুলোর মাধ্যমে আমাদের অর্থায়নের দীর্ঘকালীন পরিকল্পনাও বাস্তবায়ন করা সম্ভব হবে। এর ফলে ব্যাবসায় প্রতিষ্ঠানগুলো ভালো করবে।

তিনি আরও বলেন, আমরা আপনাদেরকে সহয ব্যাবসায়ের সমাধান দিচ্ছি। আপনাদের ব্যাবসায়ের সকল নিরাপত্তার ব্যবস্থা আমরা করে দেব। সে জন্য আলাদা নিয়মকানুনের ব্যবস্থা করা হবে। আর সময় নষ্ট করতে চাইনা। আমরা অনেক বেশি মনোযোগী আপনাদের ব্যবসায়ের দিকে।

এছাড়াও তিনি বলেন, আর্থায়নের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনেকগুলো আইন তৈরি করেছে। এছাড়াও পরিকল্পনা অনুযায়ী আরও কাজ করা হচ্ছে। সুতারাং, আপনাদের যদি ব্যবসা নিয়ে দীর্ঘকালীন পরিকল্পনা থাকে তাহলে আমরা আপনাদের দীর্ঘ সময়ের আর্থিক সমাধান দেওয়া হবে। এসব ব্যাপারে আমরা অনেকের সাথে মিটিং করেছি। সবাই এ ব্যাপারে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশে সুকুক খুব জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের সাথে রয়েছে অনেক জনপ্রিয় ব্যবসায়ীরা। তাদের অনেকের সাথে কথা হয়েছে এবং এরা সবাই কাজ করতে আগ্রহী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনস্যুলেট মো. ইকবাল হুসাইন খান বলেন, বাংলাদেশে এখন বড় বড় প্রকল্প হচ্ছে। সেখানে বিনিয়োগের দরকার। এই বিনিয়োগের চাহিদা সুকুক বন্ডের মাধ্যমে মেটানো সম্ভব বলে মনে করেন তিনি। এসময় বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের জন্য দুবাইয়ের বিনিয়োগকারীদের প্রতি তিনি আহ্বান করেন।

বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের জন্য সঠিক সময়ে এবং সঠিক জায়গায় রোড শো করা হয়েছে বলে জানান এই কনস্যুলেট।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএসইসির কমিশনার কামালুজ্জামান, নির্বাহি পরিচালক মাহবুবুল আলম, বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান, ইউসিবি ইনভেস্টমেন্টের সিইও তানজিম আলমগীর, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ড. মাহতাবুর রহমান, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল ও ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও রাশেদুল হাসান।