০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

বিজয় দিবসে আসছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
  • / ৪১৬৯ বার দেখা হয়েছে

শিশুশিল্পী দীঘি এখন সিনেমার নায়িকা। ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তার। ছবিটি মঙ্গলবার সেন্সরে জমা দেয়া হয়েছে। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর ছবিটি বিজয় দিবস উপলক্ষে ১১ ডিসেম্বর মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। 

 ছবিটিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন শান্ত খান। নবাগত নায়ক তিনি। এর আগে শান্ত অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে। 

স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটির গল্প গড়ে উঠেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। তাই বিজয় দিবসের মাসেই ছবিটি মুক্তির পরিকল্পনা।

ছবিটি পরিচালনা করেছেন সেলিম খান। যিনি স্টোরি স্প্ল্যাশ মিডিয়া, শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার। আর চিত্রনাট্য করেছেন পরিচালক শামীম আহমেদ রনি।  

মঙ্গলবার সেলিম খান গনমাধ্যমকে বলেন, ‘আজ ছবিটি সেন্সরে জমা দিয়েছি। আশা করি আগামী সপ্তাহের মাঝামাঝির মধ্যেই সেন্সর ছাড়পত্র পাবো। এরপর ১৬ ডিসেম্বর উপলক্ষে ১১ ডিসেম্বর সারা দেশে মুক্তি দেবো।’

এই ছবিতে শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব ওরফে ‘রেনু’র ভূমিকায় অভিনয় করছেন দীঘি। ছবিটি নিয়ে দীঘি বললেন, অনেক আগে থেকেই রেনুর জন্য প্রস্তুতি নিয়েছি। শ্যাম বেনেগালের ছবিতে রেনু চরিত্রের জন্য নিবার্চিত হই, সেই থেকে প্রস্তুতি শুরু। ফলে সমস্যা হয়নি। পড়াশোনা করেই নিজেকে তৈরি করছি। ছবিটি ডিসেম্বরে মুক্তি পাবে বলছে প্রযোজনা প্রতিষ্ঠান। এই ছবির মাধ্যমেই নায়িকা হিসেবে দর্শকদের সামনে হাজির হচ্ছি আমি।’

শেয়ার করুন

x
English Version

বিজয় দিবসে আসছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’

আপডেট: ০৩:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০

শিশুশিল্পী দীঘি এখন সিনেমার নায়িকা। ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তার। ছবিটি মঙ্গলবার সেন্সরে জমা দেয়া হয়েছে। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর ছবিটি বিজয় দিবস উপলক্ষে ১১ ডিসেম্বর মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। 

 ছবিটিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন শান্ত খান। নবাগত নায়ক তিনি। এর আগে শান্ত অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে। 

স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটির গল্প গড়ে উঠেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। তাই বিজয় দিবসের মাসেই ছবিটি মুক্তির পরিকল্পনা।

ছবিটি পরিচালনা করেছেন সেলিম খান। যিনি স্টোরি স্প্ল্যাশ মিডিয়া, শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার। আর চিত্রনাট্য করেছেন পরিচালক শামীম আহমেদ রনি।  

মঙ্গলবার সেলিম খান গনমাধ্যমকে বলেন, ‘আজ ছবিটি সেন্সরে জমা দিয়েছি। আশা করি আগামী সপ্তাহের মাঝামাঝির মধ্যেই সেন্সর ছাড়পত্র পাবো। এরপর ১৬ ডিসেম্বর উপলক্ষে ১১ ডিসেম্বর সারা দেশে মুক্তি দেবো।’

এই ছবিতে শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব ওরফে ‘রেনু’র ভূমিকায় অভিনয় করছেন দীঘি। ছবিটি নিয়ে দীঘি বললেন, অনেক আগে থেকেই রেনুর জন্য প্রস্তুতি নিয়েছি। শ্যাম বেনেগালের ছবিতে রেনু চরিত্রের জন্য নিবার্চিত হই, সেই থেকে প্রস্তুতি শুরু। ফলে সমস্যা হয়নি। পড়াশোনা করেই নিজেকে তৈরি করছি। ছবিটি ডিসেম্বরে মুক্তি পাবে বলছে প্রযোজনা প্রতিষ্ঠান। এই ছবির মাধ্যমেই নায়িকা হিসেবে দর্শকদের সামনে হাজির হচ্ছি আমি।’