০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ব্যাংকারদের তালিকা দেওয়ার নির্দেশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • / ৪১০০ বার দেখা হয়েছে

অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা গ্রহণের জন্য ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা জরুরি ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি মেইলে পাঠানোর জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

২১ জানুয়ারির মধ্যে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এ কারণে তার আগেই তালিকাটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠাতে হবে।

শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে তালিকার একটি অনুলিপি কেন্দ্রীয় ব্যাংকেও পাঠাতে বলা হয়েছে।

করোনার টিকা পর্যায়ক্রমে দেশের সব মানুষকে দেওয়া হবে। তবে এখন অগ্রাধিকার ভিত্তিতে জরুরি সেবায় নিয়োজিতদের দেওয়া হবে। এর মধ্যে ব্যাংক কর্মকর্তারাও রয়েছেন। এ কারণে যেসব ব্যাংক কর্মকর্তা জরুরি সেবায় নিয়োজিত তাদের তালিকা চাওয়া হয়েছে।

 
 

শেয়ার করুন

x
English Version

ব্যাংকারদের তালিকা দেওয়ার নির্দেশ

আপডেট: ১১:২৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১

অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা গ্রহণের জন্য ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা জরুরি ভিত্তিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি মেইলে পাঠানোর জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

২১ জানুয়ারির মধ্যে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এ কারণে তার আগেই তালিকাটি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠাতে হবে।

শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে তালিকার একটি অনুলিপি কেন্দ্রীয় ব্যাংকেও পাঠাতে বলা হয়েছে।

করোনার টিকা পর্যায়ক্রমে দেশের সব মানুষকে দেওয়া হবে। তবে এখন অগ্রাধিকার ভিত্তিতে জরুরি সেবায় নিয়োজিতদের দেওয়া হবে। এর মধ্যে ব্যাংক কর্মকর্তারাও রয়েছেন। এ কারণে যেসব ব্যাংক কর্মকর্তা জরুরি সেবায় নিয়োজিত তাদের তালিকা চাওয়া হয়েছে।