০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ভারতে একদিনে করোনায় শনাক্ত প্রায় দেড় লাখ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • / ৪১৫৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনা ভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বিশ্বরেকর্ড গড়ছে। দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে। বিগত কয়েকদিনে করোনা পরিস্থিতির ভয়ানক অবনতি হয়েছে দেশটিতে।

শনিবার (১০ এপ্রিল) সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৪৫ হাজার ৩৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩২ লাখ ৫ হাজার ৯২৬ জনে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। এ নিয়ে ভারতে ১ লক্ষ ৬৮ হাজার ৪৩৬ জনের প্রাণ কাড়ল করোনা ভাইরাস। তবে সক্রিয় রোগীর সংখ্যায় বিপুল বৃদ্ধি নতুন করে উদ্বেগ তৈরি করছে। আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।

গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ৬৭ হাজার ২৩ জন। এর জেরে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখ ৪৬ হাজার ৬৩১ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এত সংখ্যক সক্রিয় করোনা রোগী এই প্রথমবার হল। গত বছর ১৮ সেপ্টেম্বর ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ১০ লাখ ১৭ হাজার।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

ভারতে একদিনে করোনায় শনাক্ত প্রায় দেড় লাখ

আপডেট: ১২:১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: করোনা ভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বিশ্বরেকর্ড গড়ছে। দৈনিক আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বাড়ছে। বিগত কয়েকদিনে করোনা পরিস্থিতির ভয়ানক অবনতি হয়েছে দেশটিতে।

শনিবার (১০ এপ্রিল) সকালে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৪৫ হাজার ৩৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩২ লাখ ৫ হাজার ৯২৬ জনে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৭৯৪ জনের। এ নিয়ে ভারতে ১ লক্ষ ৬৮ হাজার ৪৩৬ জনের প্রাণ কাড়ল করোনা ভাইরাস। তবে সক্রিয় রোগীর সংখ্যায় বিপুল বৃদ্ধি নতুন করে উদ্বেগ তৈরি করছে। আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এমনটি জানা যায়।

গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ৬৭ হাজার ২৩ জন। এর জেরে ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখ ৪৬ হাজার ৬৩১ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এত সংখ্যক সক্রিয় করোনা রোগী এই প্রথমবার হল। গত বছর ১৮ সেপ্টেম্বর ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ১০ লাখ ১৭ হাজার।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: