০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ভুল রাজনীতি করে জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি: সেতুমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • / ৪১৫৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

ভুল রাজনীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব‌্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলটির কর্মীরা এখন নেতাদের বিশ্বাস করে না।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছে, দেশে নাকি নৈরাজ্য চলছে। দেশে নানান প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারি মোকাবিলা করে ভালোভাবে চলছে, তাই বিএনপির এতো গাত্রদাহ। মিথ্যাচার আর ভুল রাজনীতির কারণে বিএনপি দিন দিন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ছে। বিএনপির কর্মীরা এখন আর নেতাদের বিশ্বাস করে না।’

বিএনপি সরকারের শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তখন বিএনপি দেশে এক নৈরাজ্যের সৃষ্টি করেছিলো। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশের প্রতিটি জনপদ। সেসময় সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চালিয়েছিলো বিএনপি তা ৭১’ কেও হার মানিয়েছিল।’

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ইতিহাসের মহানায়ক আর জেনারেল জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র, এটাই চিরসত্য। এদেশে ইতিহাস বিকৃতির জনক জিয়াউর রহমান।’

শেয়ার করুন

x
English Version

ভুল রাজনীতি করে জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি: সেতুমন্ত্রী

আপডেট: ০২:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০

ভুল রাজনীতির কারণে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মন্তব‌্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলটির কর্মীরা এখন নেতাদের বিশ্বাস করে না।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছে, দেশে নাকি নৈরাজ্য চলছে। দেশে নানান প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারি মোকাবিলা করে ভালোভাবে চলছে, তাই বিএনপির এতো গাত্রদাহ। মিথ্যাচার আর ভুল রাজনীতির কারণে বিএনপি দিন দিন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ছে। বিএনপির কর্মীরা এখন আর নেতাদের বিশ্বাস করে না।’

বিএনপি সরকারের শাসনামলের কথা স্মরণ করিয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তখন বিএনপি দেশে এক নৈরাজ্যের সৃষ্টি করেছিলো। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয়েছিল বাংলাদেশের প্রতিটি জনপদ। সেসময় সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চালিয়েছিলো বিএনপি তা ৭১’ কেও হার মানিয়েছিল।’

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ইতিহাসের মহানায়ক আর জেনারেল জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র, এটাই চিরসত্য। এদেশে ইতিহাস বিকৃতির জনক জিয়াউর রহমান।’