০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ভোমরা স্থলবন্দরে ১৫৮ কোটি টাকা রাজস্ব ঘাটতি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • / ৪১২৫ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় অবস্থিত ভোমরার স্থলবন্দরে চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আয় হয়েছে ৩৯৩ কোটি ৯৯ টাকা লাখ টাকা, যা জাতীয় রাজস্ব বোর্ডের বেঁধে দেয়া ছয় মাসের লক্ষ্যমাত্রার তুলনায় ১৫৮ কোটি ২ লাখ টাকা কম। তবে গত ২০১৯-২০ অর্থবছরের প্রথমার্ধের তুলনায় এ সময়ে ৮ কোটি ৪৪ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। বন্দরসংশ্লিষ্টরা বলছেন, বৈশিক মহামারী করোনার প্রভাবে রাজস্ব আয়ে ঘাটতি বেড়েই চলেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি করতে না পারায় রাজস্ব আদায়ের ঘাটতি থেকে বের হওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে ভোমরার শুল্কস্টেশনের  রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে ভোমরা বন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৫২ কোটি ১ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৭৩ কোটি ৫২ লাখ, আগস্টে ৭৭ কোটি ৫৯ লাখ, সেপ্টেম্বরে ৬৭ কোটি ৬৮ লাখ, অক্টোবরে ৮৮ কোটি ৭ লাখ টাকা, নভেম্বরে ১১৪ কোটি ৮ লাখ ও ডিসেম্বরে ১৩১ কোটি ৭ লাখ টাকা।

এ লক্ষ্যমাত্রা সামনে রেখে গেল ছয় মাসে রাজস্ব আদায় হয়েছে ৩৯৩ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৫৪ কোটি ৭৩ লাখ, আগস্টে ৪৬ কোটি ৪১ লাখ, সেপ্টেম্বরে ৫৩ কোটি ৯৩ লাখ, অক্টোবরে ৭২ কোটি ১৯ লাখ, নভেম্বরে ৭৩ কোটি ৪৬ লাখ ও ডিসেম্বরে ৯৩ কোটি ২৭ লাখ টাকা আদায় হয়েছে। এর আগে গেল অর্থবছরের প্রথম ছয় মাসে ভোমরা বন্দরে রাজস্ব অর্জিত হয়েছিল ৩৮৫ কোটি ৫৫ লাখ টাকা। সেই হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় ১৫৮ কোটি ২ লাখ টাকা রাজস্ব ঘাটতি রয়েছে।

শেয়ার করুন

x
English Version

ভোমরা স্থলবন্দরে ১৫৮ কোটি টাকা রাজস্ব ঘাটতি

আপডেট: ১১:৪৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১

সাতক্ষীরায় অবস্থিত ভোমরার স্থলবন্দরে চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) রাজস্ব আয় হয়েছে ৩৯৩ কোটি ৯৯ টাকা লাখ টাকা, যা জাতীয় রাজস্ব বোর্ডের বেঁধে দেয়া ছয় মাসের লক্ষ্যমাত্রার তুলনায় ১৫৮ কোটি ২ লাখ টাকা কম। তবে গত ২০১৯-২০ অর্থবছরের প্রথমার্ধের তুলনায় এ সময়ে ৮ কোটি ৪৪ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। বন্দরসংশ্লিষ্টরা বলছেন, বৈশিক মহামারী করোনার প্রভাবে রাজস্ব আয়ে ঘাটতি বেড়েই চলেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি করতে না পারায় রাজস্ব আদায়ের ঘাটতি থেকে বের হওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে ভোমরার শুল্কস্টেশনের  রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের প্রথম ছয় মাসে ভোমরা বন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৫২ কোটি ১ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৭৩ কোটি ৫২ লাখ, আগস্টে ৭৭ কোটি ৫৯ লাখ, সেপ্টেম্বরে ৬৭ কোটি ৬৮ লাখ, অক্টোবরে ৮৮ কোটি ৭ লাখ টাকা, নভেম্বরে ১১৪ কোটি ৮ লাখ ও ডিসেম্বরে ১৩১ কোটি ৭ লাখ টাকা।

এ লক্ষ্যমাত্রা সামনে রেখে গেল ছয় মাসে রাজস্ব আদায় হয়েছে ৩৯৩ কোটি ৯৯ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৫৪ কোটি ৭৩ লাখ, আগস্টে ৪৬ কোটি ৪১ লাখ, সেপ্টেম্বরে ৫৩ কোটি ৯৩ লাখ, অক্টোবরে ৭২ কোটি ১৯ লাখ, নভেম্বরে ৭৩ কোটি ৪৬ লাখ ও ডিসেম্বরে ৯৩ কোটি ২৭ লাখ টাকা আদায় হয়েছে। এর আগে গেল অর্থবছরের প্রথম ছয় মাসে ভোমরা বন্দরে রাজস্ব অর্জিত হয়েছিল ৩৮৫ কোটি ৫৫ লাখ টাকা। সেই হিসাবে লক্ষ্যমাত্রার তুলনায় ১৫৮ কোটি ২ লাখ টাকা রাজস্ব ঘাটতি রয়েছে।