০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মেঘনায় আবারও দুই লঞ্চের সংঘর্ষ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
  • / ৪৩৮৬ বার দেখা হয়েছে

মেঘনা নদীতে আবার যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের আলুবাজার ও ঈশানবালা এলাকার মধ্যবর্তী মেঘনা নদীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহত যাত্রীদের মধ্যে চারজনকে দিবাগত রাত ১টার দিকে চিকিৎসার জন্য চাঁদপুরে নামিয়ে দেওয়া হয়। তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যাত্রীদের ভাষ্য, বরিশালের হিজলা উপজেলা থেকে ঢাকা যাচ্ছিল এমভি প্রিন্স আওলাদ-৪। ঢাকার সদরঘাট থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল এমভি টিপু-১২। দিবাগত রাত ১২টার দিকে মেঘনা নদী অতিক্রমের সময় লঞ্চ দুটির মধ্যে সংঘর্ষ হয়।

একটি লঞ্চের যাত্রী হিজলা উপজেলার বাসিন্দা আফজাল হোসেন বলেন, সংঘর্ষে এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চের পাঁচ যাত্রী আহত হন। দিবাগত রাত ১টার দিকে লঞ্চটি চাঁদপুরে গিয়ে আহত যাত্রীদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য ঘাটে নামিয়ে দেয়।

শেয়ার করুন

x
English Version

মেঘনায় আবারও দুই লঞ্চের সংঘর্ষ

আপডেট: ০৩:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০

মেঘনা নদীতে আবার যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁদপুরের আলুবাজার ও ঈশানবালা এলাকার মধ্যবর্তী মেঘনা নদীতে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহত যাত্রীদের মধ্যে চারজনকে দিবাগত রাত ১টার দিকে চিকিৎসার জন্য চাঁদপুরে নামিয়ে দেওয়া হয়। তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যাত্রীদের ভাষ্য, বরিশালের হিজলা উপজেলা থেকে ঢাকা যাচ্ছিল এমভি প্রিন্স আওলাদ-৪। ঢাকার সদরঘাট থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল এমভি টিপু-১২। দিবাগত রাত ১২টার দিকে মেঘনা নদী অতিক্রমের সময় লঞ্চ দুটির মধ্যে সংঘর্ষ হয়।

একটি লঞ্চের যাত্রী হিজলা উপজেলার বাসিন্দা আফজাল হোসেন বলেন, সংঘর্ষে এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চের পাঁচ যাত্রী আহত হন। দিবাগত রাত ১টার দিকে লঞ্চটি চাঁদপুরে গিয়ে আহত যাত্রীদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য ঘাটে নামিয়ে দেয়।