০৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সূচকের অস্বাভাবিক পতন: হার্ডলাইনে বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪৮২১ বার দেখা হয়েছে

আগের কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে উত্থান ছিল। কিন্তু আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পুঁজিবাজারে হঠাৎ বড় পতন হয়েছে। এই পতনের জন্য ১১টি ব্রোকারেজ হাউজের দিকে আঙ্গুল তুলেছ নিয়ন্ত্রক সংস্থা। যে কারণে ব্রোকা‌রেজ হাউ‌জগুলোর ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলা‌দেশ সি‌কিউ‌রি‌টিজ অ্যান্ড এক্স‌চেঞ্জ ক‌মিশন (বিএসইসি)। পাশাপা‌শি বড় দর পত‌নের পেছ‌নে কো‌নো কারসা‌জি র‌য়ে‌ছে কি-না তাও খ‌তি‌য়ে দেখার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে প্রতিষ্ঠানটি।

আজ তাৎক্ষনিকভাবে ডিএসইর সার্ভিলেন্স বিভা‌গের সঙ্গে বৈঠক ক‌রে‌ এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। বৈঠ‌কে সভাপতিত্বে করেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন বিএসইসি ও ডিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‌বিএসইসি সূ‌ত্রে জানা গে‌ছে, পুঁজিবাজা‌রে তালিকাভুক্ত ৮টি কোম্পানির শেয়ার বি‌ক্রির চাপের কার‌ণে পুঁজিবাজারে বড় দর পত‌নের ঘটনা ঘ‌টে‌ছে। আর ১১টি ব্রোকারেজ হাউজ থেকে ওই ৮টি কোম্পানির শেয়ার বিক্রির চাপ ছিল বলে লক্ষ্য ক‌রে‌ছে বিএসইসির সার্ভিলেন্স বিভাগ। ওই ৮টি কোম্পা‌নির শেয়ার বিক্রির চাপে সূচক কমেছে ৮০ পয়েন্ট।

কোম্পা‌নিগু‌লোর মধ্যে রয়েছে – বিএটি‌বি‌সি, বেক্সিমকো, বে‌ক্সিম‌কো ফার্মা, লাফার্জহোলসিম, লংকাবাংলা ফাইনান্স ও স্কয়ার ফার্মা। এর সাথে রয়েছে আরও কিছু কোম্পানি।

‌বিএসইসি সূ‌ত্রে জানা গে‌ছে, এখন থে‌কে লেনদেন সময়ে বাজার পর্যবেক্ষণে আরো বে‌শি গুরুত্ব দেয়া হবে। পাশাপা‌শি অস্বাভাবিক লেনদেন হওয়া ব্রোকার হাউসগুলোর ওপর নজরদারি বাড়া‌নো হবে। পাশাপাশি অন্যান্য ব্রোকারেজ হাউজগুলোর উপরও নজরদারি জোরদার করা হবে।

এ বিষয়ে বিএসইসি নির্বাহী প‌রিচালক ও মুখপাত্র ‌মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, অস্বাভাবিক দর পতনের কারণ খতিয়ে দেখছে বিএসইসি। এ পতনের পিছনে কোন কারসাজি রয়েছে কিনা তাও তথ্য-প্রমাণসহ খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন

x
English Version

সূচকের অস্বাভাবিক পতন: হার্ডলাইনে বিএসইসি

আপডেট: ০১:৩৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১

আগের কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে উত্থান ছিল। কিন্তু আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পুঁজিবাজারে হঠাৎ বড় পতন হয়েছে। এই পতনের জন্য ১১টি ব্রোকারেজ হাউজের দিকে আঙ্গুল তুলেছ নিয়ন্ত্রক সংস্থা। যে কারণে ব্রোকা‌রেজ হাউ‌জগুলোর ওপর নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলা‌দেশ সি‌কিউ‌রি‌টিজ অ্যান্ড এক্স‌চেঞ্জ ক‌মিশন (বিএসইসি)। পাশাপা‌শি বড় দর পত‌নের পেছ‌নে কো‌নো কারসা‌জি র‌য়ে‌ছে কি-না তাও খ‌তি‌য়ে দেখার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে প্রতিষ্ঠানটি।

আজ তাৎক্ষনিকভাবে ডিএসইর সার্ভিলেন্স বিভা‌গের সঙ্গে বৈঠক ক‌রে‌ এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। বৈঠ‌কে সভাপতিত্বে করেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন বিএসইসি ও ডিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‌বিএসইসি সূ‌ত্রে জানা গে‌ছে, পুঁজিবাজা‌রে তালিকাভুক্ত ৮টি কোম্পানির শেয়ার বি‌ক্রির চাপের কার‌ণে পুঁজিবাজারে বড় দর পত‌নের ঘটনা ঘ‌টে‌ছে। আর ১১টি ব্রোকারেজ হাউজ থেকে ওই ৮টি কোম্পানির শেয়ার বিক্রির চাপ ছিল বলে লক্ষ্য ক‌রে‌ছে বিএসইসির সার্ভিলেন্স বিভাগ। ওই ৮টি কোম্পা‌নির শেয়ার বিক্রির চাপে সূচক কমেছে ৮০ পয়েন্ট।

কোম্পা‌নিগু‌লোর মধ্যে রয়েছে – বিএটি‌বি‌সি, বেক্সিমকো, বে‌ক্সিম‌কো ফার্মা, লাফার্জহোলসিম, লংকাবাংলা ফাইনান্স ও স্কয়ার ফার্মা। এর সাথে রয়েছে আরও কিছু কোম্পানি।

‌বিএসইসি সূ‌ত্রে জানা গে‌ছে, এখন থে‌কে লেনদেন সময়ে বাজার পর্যবেক্ষণে আরো বে‌শি গুরুত্ব দেয়া হবে। পাশাপা‌শি অস্বাভাবিক লেনদেন হওয়া ব্রোকার হাউসগুলোর ওপর নজরদারি বাড়া‌নো হবে। পাশাপাশি অন্যান্য ব্রোকারেজ হাউজগুলোর উপরও নজরদারি জোরদার করা হবে।

এ বিষয়ে বিএসইসি নির্বাহী প‌রিচালক ও মুখপাত্র ‌মোহাম্মদ রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন, অস্বাভাবিক দর পতনের কারণ খতিয়ে দেখছে বিএসইসি। এ পতনের পিছনে কোন কারসাজি রয়েছে কিনা তাও তথ্য-প্রমাণসহ খতিয়ে দেখা হবে।