০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সূচকের ব্যাপক উত্থান, বেড়েছে লেনদেনও

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
  • / ৪৪৬৩ বার দেখা হয়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৮১ পয়েন্ট বা ১ শতাংশ। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে টাকার পরিমাণে ৮৩৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২১৫ কোটি ৯৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৬১৮ কোটি টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৮ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪২টির, দর কমেছে ৩৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৯টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩২৮ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ১৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৮টির, দর কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

 

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

সূচকের ব্যাপক উত্থান, বেড়েছে লেনদেনও

আপডেট: ০৩:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৮১ পয়েন্ট বা ১ শতাংশ। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে টাকার পরিমাণে ৮৩৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২১৫ কোটি ৯৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৬১৮ কোটি টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫০৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৮ পয়েন্ট  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়েছে।

সোমবার ডিএসইতে মোট ৩৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪২টির, দর কমেছে ৩৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৯টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩২৮ পয়েন্ট। সূচকটি ১৬ হাজার ১৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৮টির, দর কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

 

আরও পড়ুন: