১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সেনা অভ্যুত্থান: সংকটে রাখাইনের ৬ লাখ রোহিঙ্গা মুসলিম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১২৫ বার দেখা হয়েছে

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের কারনে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দেশটির রাখাইন রাজ্যে বসবাসরত প্রায় ৬ লাখ রোহিঙ্গা মুসলমানের পরিস্থিতি আরও সংকটপূর্ণ হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।

আজ মঙ্গলবার ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভায় মিয়ানমারের বিষয়টি নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে বলে জানান কূটনীতিকরা।  তার আগের দিন জাতিসংঘের মুখপাত্র মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিয়ে এ উদ্বেগ জানালেন।

সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির সরকারকে সরিয়ে নিজেরা ক্ষমতায় বসেছে।  এদিন ভোরের অভিযানে তারা সু চিসহ রাজনৈতিক নেতাদেরও আটক করে।

গত ২০১৭ সালে দেশটির রাখাইনে সামরিক বাহিনীর দমনপীড়ন থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা সীমানা টপকে প্রতিবেশী বাংলাদেশে চলে আসে। প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা ওই রোহিঙ্গারা এখন শরণার্থী শিবিরে জীবন কাটাচ্ছেন।

শেয়ার করুন

x
English Version

সেনা অভ্যুত্থান: সংকটে রাখাইনের ৬ লাখ রোহিঙ্গা মুসলিম

আপডেট: ০১:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের কারনে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দেশটির রাখাইন রাজ্যে বসবাসরত প্রায় ৬ লাখ রোহিঙ্গা মুসলমানের পরিস্থিতি আরও সংকটপূর্ণ হতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।

আজ মঙ্গলবার ১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভায় মিয়ানমারের বিষয়টি নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে বলে জানান কূটনীতিকরা।  তার আগের দিন জাতিসংঘের মুখপাত্র মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের নিয়ে এ উদ্বেগ জানালেন।

সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির সরকারকে সরিয়ে নিজেরা ক্ষমতায় বসেছে।  এদিন ভোরের অভিযানে তারা সু চিসহ রাজনৈতিক নেতাদেরও আটক করে।

গত ২০১৭ সালে দেশটির রাখাইনে সামরিক বাহিনীর দমনপীড়ন থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা সীমানা টপকে প্রতিবেশী বাংলাদেশে চলে আসে। প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা ওই রোহিঙ্গারা এখন শরণার্থী শিবিরে জীবন কাটাচ্ছেন।