১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

স্বপ্ন দেখিয়ে নিউজিল্যান্ড যাত্রা তামিম-সৌম্যর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১৩৫ বার দেখা হয়েছে

করোনা মহামারির পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রত্যাবর্তন হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। তবে মূল চ্যালেঞ্জটা দেশের বাইরে। নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালদের জন্য অপেক্ষায় বিরুদ্ধ কন্ডিশন, কোয়ারেন্টাইন ও জৈব সুরক্ষা বলয়ের বিধিনিষেধ। 

পরিসংখ্যানও পক্ষে নেই কিউইদের বিপক্ষে। নিউজিল্যান্ডের মাটিতে কোনো ম্যাচই এখনো পর্যন্ত জেতেনি বাংলাদেশ। তবুও কিউই সফরের উদ্দেশে দেশ ছাড়ার আগে ভালো কিছুর স্বপ্ন দেখিয়েছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

ওয়ানডে অধিনায়ক তামিম বলেন, ‘দেখুন, আমরা সবাই জানি যে নিউজিল্যান্ড কন্ডিশন আমাদের জন্য কঠিন। কিন্তু অসম্ভব কিছুই না। আমরা চেষ্টা করব যে জিনিসটা নিউজিল্যান্ডে কোনোদিন অর্জন করিনি, এবার সেটা অর্জন করতে পারি। আমরা আশাবাদী।’

সৌম্য বলেন, ‘অবশ্যই ভালো কিছু হবে। সবাই যেভাবে মানসিক ও ক্রিকেটীয় প্রস্তুতি নিয়েছে, আশা করি সবাই ভালোই করবে। অবশ্যই, এবার যেন আমরা সেটা ভাঙ্গতে পারি, জিতে ফিরতে পারি। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে সবাই ভালো করেছে। সেখানেও আমাদের ওয়ানডে সিরিজ আছে। আশা করি ভালো করবে।’ 

ক্রিকেটাররা প্রস্তুত বলে জানিয়েছেন এই সিরিজে দলের ম্যানেজার জালাল ইউনুস। তিনি বলেন, ‘কঠিন সফর। খুবই চ্যালেঞ্জিং একটা সিরিজ। এটাতে কোনো বিতর্ক নেই। ছেলেদের দেখে মনে হয়েছে ওরা প্রস্তুত। আমাদের যেমন করেই হোক, লড়াই করে আসতে হবে। আমাদের সিরিজটা ভালো খেলতেই হবে।’

 

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

স্বপ্ন দেখিয়ে নিউজিল্যান্ড যাত্রা তামিম-সৌম্যর

আপডেট: ০৫:২৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১

করোনা মহামারির পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রত্যাবর্তন হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। তবে মূল চ্যালেঞ্জটা দেশের বাইরে। নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালদের জন্য অপেক্ষায় বিরুদ্ধ কন্ডিশন, কোয়ারেন্টাইন ও জৈব সুরক্ষা বলয়ের বিধিনিষেধ। 

পরিসংখ্যানও পক্ষে নেই কিউইদের বিপক্ষে। নিউজিল্যান্ডের মাটিতে কোনো ম্যাচই এখনো পর্যন্ত জেতেনি বাংলাদেশ। তবুও কিউই সফরের উদ্দেশে দেশ ছাড়ার আগে ভালো কিছুর স্বপ্ন দেখিয়েছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

ওয়ানডে অধিনায়ক তামিম বলেন, ‘দেখুন, আমরা সবাই জানি যে নিউজিল্যান্ড কন্ডিশন আমাদের জন্য কঠিন। কিন্তু অসম্ভব কিছুই না। আমরা চেষ্টা করব যে জিনিসটা নিউজিল্যান্ডে কোনোদিন অর্জন করিনি, এবার সেটা অর্জন করতে পারি। আমরা আশাবাদী।’

সৌম্য বলেন, ‘অবশ্যই ভালো কিছু হবে। সবাই যেভাবে মানসিক ও ক্রিকেটীয় প্রস্তুতি নিয়েছে, আশা করি সবাই ভালোই করবে। অবশ্যই, এবার যেন আমরা সেটা ভাঙ্গতে পারি, জিতে ফিরতে পারি। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে সবাই ভালো করেছে। সেখানেও আমাদের ওয়ানডে সিরিজ আছে। আশা করি ভালো করবে।’ 

ক্রিকেটাররা প্রস্তুত বলে জানিয়েছেন এই সিরিজে দলের ম্যানেজার জালাল ইউনুস। তিনি বলেন, ‘কঠিন সফর। খুবই চ্যালেঞ্জিং একটা সিরিজ। এটাতে কোনো বিতর্ক নেই। ছেলেদের দেখে মনে হয়েছে ওরা প্রস্তুত। আমাদের যেমন করেই হোক, লড়াই করে আসতে হবে। আমাদের সিরিজটা ভালো খেলতেই হবে।’

 

আরও পড়ুন: