০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

স্বল্পমূল্যে দুধ বিক্রি করছে প্রানী সম্পদ অধিদফতর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
  • / ৪১৪২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ লকডাউনের মধ্যে খামারিদের লোকসান কমাতে ও ভোক্তাদের নিরাপদ খাবার সরবরাহে কম দামে দুধ বিক্রি করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) রাজধানীর চারটি পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে একজন ক্রেতা প্রতি লিটার ৬০ টাকা দরে সর্বোচ্চ দুই লিটার দুধ কিনতে পারছেন। এ কার্যক্রমে সহায়তা করছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশন, বিডিএফএ।
ক্রেতারা বলেন, কম দামে ভালো দুধ বিক্রির উদ্যোগ আরও বাড়াতে হবে। তবে পণ্যের গুণগত মান যেন ঠিক থাকে বলে দাবি তাদের।

প্রাণিসম্পদ অধিদপ্তরের ঢাকা জেলা কর্মকর্তা ডা. কাজী রফিকুজ্জামান বলেন, লকডাউনে অনেক খামারি দুধ বিক্রি করতে পারে না। তাই এবার ঢাকাসহ সারা দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে খামারিরা বোতল বা প্যাকেট করে বিক্রির ব্যবস্থা করবে। প্রাণিসম্পদ বিভাগ গাড়ি ভাড়া দিবে বলেও জানান তিনি।
এছাড়া লকডাউনের মধ্যে মাংসের দাম বেড়ে গেলে পর্যায়ক্রমে কম দামে মাংস সরবরাহ করা হবে বলেন ডা. রফিকুজ্জামান।
বুধবার (৭ এপ্রিল) শুরু হওয়া এ কার্যক্রমের প্রথম দিন খামারবাড়ি, সচিবালয়, মোহাম্মাদপুর ও বছিলা চারটি পয়েন্টে ৬০০০ লিটার এবং দ্বিতীয় দিন দুধ বিক্রি হয় ১০০০ লিটার। ঢাকার ১০ টি পয়েন্টে বিক্রি করা হবে বলেও জানায় কর্তৃপক্ষ।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

স্বল্পমূল্যে দুধ বিক্রি করছে প্রানী সম্পদ অধিদফতর

আপডেট: ১১:৩১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদকঃ লকডাউনের মধ্যে খামারিদের লোকসান কমাতে ও ভোক্তাদের নিরাপদ খাবার সরবরাহে কম দামে দুধ বিক্রি করছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) রাজধানীর চারটি পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে একজন ক্রেতা প্রতি লিটার ৬০ টাকা দরে সর্বোচ্চ দুই লিটার দুধ কিনতে পারছেন। এ কার্যক্রমে সহায়তা করছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স এসোসিয়েশন, বিডিএফএ।
ক্রেতারা বলেন, কম দামে ভালো দুধ বিক্রির উদ্যোগ আরও বাড়াতে হবে। তবে পণ্যের গুণগত মান যেন ঠিক থাকে বলে দাবি তাদের।

প্রাণিসম্পদ অধিদপ্তরের ঢাকা জেলা কর্মকর্তা ডা. কাজী রফিকুজ্জামান বলেন, লকডাউনে অনেক খামারি দুধ বিক্রি করতে পারে না। তাই এবার ঢাকাসহ সারা দেশে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে খামারিরা বোতল বা প্যাকেট করে বিক্রির ব্যবস্থা করবে। প্রাণিসম্পদ বিভাগ গাড়ি ভাড়া দিবে বলেও জানান তিনি।
এছাড়া লকডাউনের মধ্যে মাংসের দাম বেড়ে গেলে পর্যায়ক্রমে কম দামে মাংস সরবরাহ করা হবে বলেন ডা. রফিকুজ্জামান।
বুধবার (৭ এপ্রিল) শুরু হওয়া এ কার্যক্রমের প্রথম দিন খামারবাড়ি, সচিবালয়, মোহাম্মাদপুর ও বছিলা চারটি পয়েন্টে ৬০০০ লিটার এবং দ্বিতীয় দিন দুধ বিক্রি হয় ১০০০ লিটার। ঢাকার ১০ টি পয়েন্টে বিক্রি করা হবে বলেও জানায় কর্তৃপক্ষ।

ঢাকা/এসএ