১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

হস্তচালিত বেকারি ভ্যাটমুক্ত রাখার প্রস্তাব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
  • / ৪১৬৬ বার দেখা হয়েছে

নতুন অর্থবছরে (২০২১-২২) হস্তচালিত বেকারিতে উৎপাদিত পাউরুটি, বনরুটি, ১৫০ টাকার প্রতি কেজি বিস্কুট এবং প্রতি কেজি কেক (পার্টি কেক ব্যতীত) ভ্যাটের আওতামুক্ত রাখার প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন।

রোববার (২৮ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন এ প্রস্তাব দেন।

তিনি বলেন, হস্তচালিত বেকারি শিল্পের অদক্ষ, অশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান ও এই শিল্পের ক্রমবিকাশের কথা বিবেচনায় নিয়ে এবং করোনা মহামারির কথা ভেবে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে সম্পূর্ণরূপে ভ্যাটমুক্ত রাখার দাবি জানাচ্ছি।

সমিতির সভাপতি দাবি করেন, বিগত বছরে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় চলতি বছরে দেশের সব কাচামালের দাম বৃদ্ধি পেলেও হস্তচালিত বেকারি শিল্পের কোনো পণ্যের মূল্য বৃদ্ধি করা হয়নি।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, স্থানীয় শিল্প সুরক্ষা দেয়ার জন্য এনবিআর কাজ করছে। আপনাদের প্রস্তাব পেয়েছি, এ ব্যাপারে কেমন সুবিধা দেয়া যায় তা আমরা পর্যালোচনা করবো।

বিজনেসজার্নাল/এনইউ

শেয়ার করুন

x
English Version

হস্তচালিত বেকারি ভ্যাটমুক্ত রাখার প্রস্তাব

আপডেট: ১২:১৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১

নতুন অর্থবছরে (২০২১-২২) হস্তচালিত বেকারিতে উৎপাদিত পাউরুটি, বনরুটি, ১৫০ টাকার প্রতি কেজি বিস্কুট এবং প্রতি কেজি কেক (পার্টি কেক ব্যতীত) ভ্যাটের আওতামুক্ত রাখার প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন।

রোববার (২৮ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন এ প্রস্তাব দেন।

তিনি বলেন, হস্তচালিত বেকারি শিল্পের অদক্ষ, অশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান ও এই শিল্পের ক্রমবিকাশের কথা বিবেচনায় নিয়ে এবং করোনা মহামারির কথা ভেবে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে সম্পূর্ণরূপে ভ্যাটমুক্ত রাখার দাবি জানাচ্ছি।

সমিতির সভাপতি দাবি করেন, বিগত বছরে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় চলতি বছরে দেশের সব কাচামালের দাম বৃদ্ধি পেলেও হস্তচালিত বেকারি শিল্পের কোনো পণ্যের মূল্য বৃদ্ধি করা হয়নি।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, স্থানীয় শিল্প সুরক্ষা দেয়ার জন্য এনবিআর কাজ করছে। আপনাদের প্রস্তাব পেয়েছি, এ ব্যাপারে কেমন সুবিধা দেয়া যায় তা আমরা পর্যালোচনা করবো।

বিজনেসজার্নাল/এনইউ