০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ৪১২০ বার দেখা হয়েছে

মহামারি করোনার কারণে দীর্ঘ এক বছর পর দেশের শিক্ষা প্রতিষ্ঠার খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বৈঠক শেষে এ ঘোষণা দেন। এ সময়  মন্ত্রী বলেন, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খুলে দেব।প্রাথমিকের পঞ্চম শ্রেণিকে প্রতিদিন আনা হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাসে আনব।আর বাকি শ্রেণির ক্লাসগুলো প্রথমে সপ্তাহে একদিন করে হবে। তার কয়েকদিন পরে সপ্তাহে দু’দিন করে শিক্ষার্থীদের ক্লাসে আনা হবে। এভাবে পর্যায়ক্রমে স্বাভাবিকের দিকে আমরা নিয়ে যাব, ইনশাআল্লাহ।

শিক্ষামন্ত্রী আরও জানান, আপাতত প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু হচ্ছে না।

 

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত

আপডেট: ১০:২৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১

মহামারি করোনার কারণে দীর্ঘ এক বছর পর দেশের শিক্ষা প্রতিষ্ঠার খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বৈঠক শেষে এ ঘোষণা দেন। এ সময়  মন্ত্রী বলেন, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ মার্চ খুলে দেব।প্রাথমিকের পঞ্চম শ্রেণিকে প্রতিদিন আনা হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাসে আনব।আর বাকি শ্রেণির ক্লাসগুলো প্রথমে সপ্তাহে একদিন করে হবে। তার কয়েকদিন পরে সপ্তাহে দু’দিন করে শিক্ষার্থীদের ক্লাসে আনা হবে। এভাবে পর্যায়ক্রমে স্বাভাবিকের দিকে আমরা নিয়ে যাব, ইনশাআল্লাহ।

শিক্ষামন্ত্রী আরও জানান, আপাতত প্রাক-প্রাথমিকের ক্লাস শুরু হচ্ছে না।

 

আরও পড়ুন: