০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

৫ হাজার রানের মাইলফলকে সাকিব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • / ৪১১১ বার দেখা হয়েছে

দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। শনিবার মিরপুর স্টেডিয়ামে জেমকন খুলনার হয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে ৩ রান করেই এই ক্লাবে প্রবেশ করেন তিনি।

বঙ্গবন্ধু টি-২০ কাপ শুরুর আগে এই মাইলফলক থেকে ১৫ রান দূরে ছিলেন সাকিব। তিন ম্যাচ খেলে যা পূর্ণ করলেন তিনি। শনিবার ইনিংসের চতুর্থ ওভারে শরীফুলের বলে সিঙ্গেল নিয়ে মাইলফলক স্পর্শ করেন এই অলরাউন্ডার। ৩১১ ম্যাচ খেলে তার সংগ্রহ ৫ হাজার রান।

ক্রিকেটের ক্ষুদে সংস্করণে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার করেছিলেন তামিম ইকবাল। ২১০ ম্যাচ খেলে তার সংগ্রহ ৫ হাজার ৮৬৪ রান।

 

শেয়ার করুন

x
English Version

৫ হাজার রানের মাইলফলকে সাকিব

আপডেট: ০৫:১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০

দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। শনিবার মিরপুর স্টেডিয়ামে জেমকন খুলনার হয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে ৩ রান করেই এই ক্লাবে প্রবেশ করেন তিনি।

বঙ্গবন্ধু টি-২০ কাপ শুরুর আগে এই মাইলফলক থেকে ১৫ রান দূরে ছিলেন সাকিব। তিন ম্যাচ খেলে যা পূর্ণ করলেন তিনি। শনিবার ইনিংসের চতুর্থ ওভারে শরীফুলের বলে সিঙ্গেল নিয়ে মাইলফলক স্পর্শ করেন এই অলরাউন্ডার। ৩১১ ম্যাচ খেলে তার সংগ্রহ ৫ হাজার রান।

ক্রিকেটের ক্ষুদে সংস্করণে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার করেছিলেন তামিম ইকবাল। ২১০ ম্যাচ খেলে তার সংগ্রহ ৫ হাজার ৮৬৪ রান।