১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

৮১ রাষ্ট্রীয় মিল-কারখানাকে বেসরকারিকরন করা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯
  • / ৪৪১৭ বার দেখা হয়েছে

সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, দেশে প্রাইভেটাইজেশন কমিশন গঠনের পর থেকে কমিশনের সুপারিশে মোট ৮১টি রাষ্ট্রীয় মালিকানাধীন মিল-কারখানা বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদে দিদারুল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রীর দেয়া তথ্য মতে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ৩০টি, শিল্প মন্ত্রণালয়ের অধীনে ১৯টি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে ৫টি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালযের অধীনে ৪টি, শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে ২০টি এবং অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে ৩টি প্রতিষ্ঠান বেসরকারি করা হয়েছে।

জাপার মসিউর রহমার রাঙ্গার এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম জানান, বর্তমানে সারা দেশে সমবায় অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রার্ড সমবায় সমিতির সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৫৩৫টি। সমিতিগুলোর মাধ্যমে ৬ লাখ ৮৪ হাজার ৭০ জনের বা পরিবারের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি জানান, এক লাখ ৭৪ হাজার ৫৩৫টি সমবায় সমিতির মধ্যে ২৩ হাজার ১১৮টি সমবায় সমিতি ঋণদান কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত।

শেয়ার করুন

x
English Version

৮১ রাষ্ট্রীয় মিল-কারখানাকে বেসরকারিকরন করা হয়েছে

আপডেট: ০৩:০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯

সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, দেশে প্রাইভেটাইজেশন কমিশন গঠনের পর থেকে কমিশনের সুপারিশে মোট ৮১টি রাষ্ট্রীয় মালিকানাধীন মিল-কারখানা বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদে দিদারুল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রীর দেয়া তথ্য মতে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ৩০টি, শিল্প মন্ত্রণালয়ের অধীনে ১৯টি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে ৫টি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালযের অধীনে ৪টি, শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে ২০টি এবং অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে ৩টি প্রতিষ্ঠান বেসরকারি করা হয়েছে।

জাপার মসিউর রহমার রাঙ্গার এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম জানান, বর্তমানে সারা দেশে সমবায় অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রার্ড সমবায় সমিতির সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৫৩৫টি। সমিতিগুলোর মাধ্যমে ৬ লাখ ৮৪ হাজার ৭০ জনের বা পরিবারের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি জানান, এক লাখ ৭৪ হাজার ৫৩৫টি সমবায় সমিতির মধ্যে ২৩ হাজার ১১৮টি সমবায় সমিতি ঋণদান কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত।