অক্সফোর্ডের টিকা ৭০ শতাংশ সুরক্ষা দিতে পারে

- আপডেট: ০৪:৫৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / ৪০৯৭ বার দেখা হয়েছে
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা ৭০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার এবং মডার্নার তৈরি করোনার টিকা ৯৫ শতাংশ পর্যন্ত সুরক্ষা দেয় বলে দাবি করেছে তারা।
তবে ফাইজার এবং মর্ডানার চেয়ে অক্সফোর্ডের টিকা তুলনামূলক সস্তা এবং সহজে সংরক্ষণ করা যায়। সস্তা হওয়ায় বিশ্বজুড়ে এটি করোনা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আরও চমকপ্রদ তথ্য হচ্ছে যে, অক্সফোর্ডের টিকার ডোজ ভালোভাবে ব্যবহার করা গেলে সেটি ৯০ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে।
করোনা ঠেকাতে যুক্তরাজ্যের সরকার ইতোমধ্যে অক্সফোর্ডের টিকার ১০০ মিলিয়ন ডোজের আদেশ দিয়ে রেখেছে।
দেশটির প্রধানমন্ত্রীর বরিস জনসন বলেছেন, ট্রায়ালে অক্সফোর্ডের টিকার সফলতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ। হয়তো আরও কিছু কাজ বাকি আছে। কিন্তু সব মিলিয়ে এটি আমাদের আশাবাদী করে তুলছে।