০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

অন্তর্বর্তী সরকারের শপথ আজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪
  • / ১০২৮৯ বার দেখা হয়েছে

সফল গণআন্দোলনে হাসিনা সরকারের পতনের তিনদিন পর আজ রাতে অন্তর্বর্তী সরকার শপথ নেবে। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের সদস্য সংখ্যা হবে ১৫ জনের মতো।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সেনাসদরে বিফ্রিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ দুপুরে তাঁর ঢাকা পৌঁছার কথা।

এদিকে দেশবাসীর উদ্দেশে এক বার্তায় ড. ইউনূস বলেছেন, ‘কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।’

অন্যদিকে প্রতিবেশী কোনো দেশ যাতে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে সে বিষয়ে তিনি পরোক্ষভাবে সতর্ক করে দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে তার প্রভাব ভারত ও মায়ানমার, বিশেষ করে ভারতের সেভেন স্টিস্টার্স নামে পরিচিত সাত রাজ্যেও পড়বে।

আরও পড়ুন: কাশিমপুর কারাগার থেকে ২০৯ বন্দির পলায়ন, গুলিতে নিহত ৬

এদিকে শ্রম আইনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের ছয় মাসের সাজা বাতিল করেছেন আদালত। বুধবার ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ রায় দেন।

এর আগে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের এ সিদ্ধান্ত হয়।

সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও দেশত্যাগ করেন। এর পরপরই মন্ত্রিসভা বিলুপ্ত হয়।

শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভাষণে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে।

তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত দিন হবে এখনো তা চূড়ান্ত হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চান এই সরকারের মেয়াদ যেন কমপক্ষে তিন বছর হয়। কারণ তারা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, সেটি করতে হলে এই সময়টুকু প্রয়োজন। এতে দেশের বেশিরভাগ মানুষেরও সমর্থন আছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চায়, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যেন তিন মাসের বেশি না হয়।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

অন্তর্বর্তী সরকারের শপথ আজ

আপডেট: ১০:১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪

সফল গণআন্দোলনে হাসিনা সরকারের পতনের তিনদিন পর আজ রাতে অন্তর্বর্তী সরকার শপথ নেবে। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের সদস্য সংখ্যা হবে ১৫ জনের মতো।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (৭ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সেনাসদরে বিফ্রিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গতকাল ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ দুপুরে তাঁর ঢাকা পৌঁছার কথা।

এদিকে দেশবাসীর উদ্দেশে এক বার্তায় ড. ইউনূস বলেছেন, ‘কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।’

অন্যদিকে প্রতিবেশী কোনো দেশ যাতে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে সে বিষয়ে তিনি পরোক্ষভাবে সতর্ক করে দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, বাংলাদেশ অস্থিতিশীল হলে তার প্রভাব ভারত ও মায়ানমার, বিশেষ করে ভারতের সেভেন স্টিস্টার্স নামে পরিচিত সাত রাজ্যেও পড়বে।

আরও পড়ুন: কাশিমপুর কারাগার থেকে ২০৯ বন্দির পলায়ন, গুলিতে নিহত ৬

এদিকে শ্রম আইনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের ছয় মাসের সাজা বাতিল করেছেন আদালত। বুধবার ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ আউয়াল (সিনিয়র জেলা ও দায়রা জজ) এ রায় দেন।

এর আগে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের এ সিদ্ধান্ত হয়।

সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও দেশত্যাগ করেন। এর পরপরই মন্ত্রিসভা বিলুপ্ত হয়।

শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভাষণে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে।

তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত দিন হবে এখনো তা চূড়ান্ত হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চান এই সরকারের মেয়াদ যেন কমপক্ষে তিন বছর হয়। কারণ তারা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, সেটি করতে হলে এই সময়টুকু প্রয়োজন। এতে দেশের বেশিরভাগ মানুষেরও সমর্থন আছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চায়, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যেন তিন মাসের বেশি না হয়।

ঢাকা/এসএইচ