১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

অপু ইস্যুতে সরব হলেন নিরব

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / ৪১৩২ বার দেখা হয়েছে

‘বিয়াইনসাব, আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি’ গানের তালে নাচছিলেন অপু বিশ্বাস ও নিরব। নাচার একপর্যায়ে অপুকে কোলে তুলতে যান নিরব। সেখানেই বাঁধে বিপত্তি! পা পিছলে দুজনেই মঞ্চের মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর আয়োজকদের সহায়তায় তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পুনরায় পরিবেশনায় মন দেন তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত ১১ মার্চ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি রিসোর্টে আয়োজিত একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হন এই দুই তারকা। তখনই দুজনে উপস্থিত সকলকে অনুরোধ করেন ভিডিওটি যাতে বাইরে ফাঁস না হয়। কিন্তু কে শোনে করা কথা! সামাজিকমাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই ধেয়ে আসে ট্রোলের বন্যা।এবার এ ইস্যুতে মুখ খুললেন চিত্রনায়ক নিরব। জানালেন, সমস্যা অপুর ওজনে ছিল না, ছিল মঞ্চে এবং পরিধেয় কাপড়ে। তিনি বলেন, ‘সাধারণত একটি অনুষ্ঠানে যে রকম স্টেজ করা হয়, গতকালের আয়োজনে সে রকমটা ছিল না। আমরা টাইলসের ওপর নেচেছি। টাইলসে পা পিছলে যাচ্ছিল। আমরা কেউই টাইলসে নেচে অভ্যস্ত নই। যে কারণে বারবার জুতা পিছলে যাচ্ছিল।’

তার কথায়, ‘কার্পেট বা অন্য কিছু হলে এই ধরনের সমস্যা হতো না। জায়গাটাও ছিল সংকীর্ণ, অপুর পোশাকটা ছিল পাতলা পলিয়েস্টার কাপড়ের। সেটাও কিছুটা পিচ্ছিল থাকায় কোলে নিয়ে নাচতে গিয়ে পড়ে যায়। এর বাইরে অন্য কোনো কারণ নেই।’

আরও পড়ুন: যে কারনে নিরবের কোল থেকে পড়ে গেলেন অপু বিশ্বাস

মঞ্চে এমন এক অঘটন ঘটায় খানিকটা চমকে যান দর্শকও। সেখানে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে ভিডিওটি না ছড়ানোর অনুরোধ জানান অপু। তিনি বলেন ‘আমি একজন নায়িকা এবং আপনাদের বোন হিসেবে সকলকে অনুরোধ করব, এই ভিডিও আপলোড করবেন না। মঞ্চে পারফর্ম করতে গিয়ে বড় স্কার্টের জন্য দুজনে পড়ে গিয়েছিলাম। তাই দয়া করে ভিডিওটি আপলোড করবেন না।’

তবে অভিনেত্রীর এই অনুরোধ কানে তোলেননি কেউই। ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল এই ভিডিও।

উল্লেখ্য, অপু বিশ্বাস ও নিরব জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ছায়া বৃক্ষ’ নামক একটি ছবিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে বন্ধন বিশ্বাস পরিচালিত ছবিটি।

ঢাকা/এসএম

শেয়ার করুন

English Version

অপু ইস্যুতে সরব হলেন নিরব

আপডেট: ০৪:২৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

‘বিয়াইনসাব, আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি’ গানের তালে নাচছিলেন অপু বিশ্বাস ও নিরব। নাচার একপর্যায়ে অপুকে কোলে তুলতে যান নিরব। সেখানেই বাঁধে বিপত্তি! পা পিছলে দুজনেই মঞ্চের মেঝেতে লুটিয়ে পড়েন। এরপর আয়োজকদের সহায়তায় তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে পুনরায় পরিবেশনায় মন দেন তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত ১১ মার্চ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি রিসোর্টে আয়োজিত একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে এমন ঘটনার মুখোমুখি হন এই দুই তারকা। তখনই দুজনে উপস্থিত সকলকে অনুরোধ করেন ভিডিওটি যাতে বাইরে ফাঁস না হয়। কিন্তু কে শোনে করা কথা! সামাজিকমাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই ধেয়ে আসে ট্রোলের বন্যা।এবার এ ইস্যুতে মুখ খুললেন চিত্রনায়ক নিরব। জানালেন, সমস্যা অপুর ওজনে ছিল না, ছিল মঞ্চে এবং পরিধেয় কাপড়ে। তিনি বলেন, ‘সাধারণত একটি অনুষ্ঠানে যে রকম স্টেজ করা হয়, গতকালের আয়োজনে সে রকমটা ছিল না। আমরা টাইলসের ওপর নেচেছি। টাইলসে পা পিছলে যাচ্ছিল। আমরা কেউই টাইলসে নেচে অভ্যস্ত নই। যে কারণে বারবার জুতা পিছলে যাচ্ছিল।’

তার কথায়, ‘কার্পেট বা অন্য কিছু হলে এই ধরনের সমস্যা হতো না। জায়গাটাও ছিল সংকীর্ণ, অপুর পোশাকটা ছিল পাতলা পলিয়েস্টার কাপড়ের। সেটাও কিছুটা পিচ্ছিল থাকায় কোলে নিয়ে নাচতে গিয়ে পড়ে যায়। এর বাইরে অন্য কোনো কারণ নেই।’

আরও পড়ুন: যে কারনে নিরবের কোল থেকে পড়ে গেলেন অপু বিশ্বাস

মঞ্চে এমন এক অঘটন ঘটায় খানিকটা চমকে যান দর্শকও। সেখানে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে ভিডিওটি না ছড়ানোর অনুরোধ জানান অপু। তিনি বলেন ‘আমি একজন নায়িকা এবং আপনাদের বোন হিসেবে সকলকে অনুরোধ করব, এই ভিডিও আপলোড করবেন না। মঞ্চে পারফর্ম করতে গিয়ে বড় স্কার্টের জন্য দুজনে পড়ে গিয়েছিলাম। তাই দয়া করে ভিডিওটি আপলোড করবেন না।’

তবে অভিনেত্রীর এই অনুরোধ কানে তোলেননি কেউই। ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল এই ভিডিও।

উল্লেখ্য, অপু বিশ্বাস ও নিরব জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ছায়া বৃক্ষ’ নামক একটি ছবিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে বন্ধন বিশ্বাস পরিচালিত ছবিটি।

ঢাকা/এসএম