অবশেষে পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

- আপডেট: ০২:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৩৯৯ বার দেখা হয়েছে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউ
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। তিনি এখন নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থেকে এই দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে, এবং আগামী ২৮ ফেব্রুয়ারি দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংককে আনা হচ্ছে: প্রেস সচিব
নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র হিসেবে কোটাবিরোধী আন্দোলনের মুখপাত্র ছিলেন। ওই আন্দোলনই তাকে রাজনৈতিক দুনিয়ায় পরিচিতি এনে দেয়। আন্দোলনের এক পর্যায়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, যার তিন দিনের মধ্যে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
ঢাকা/এসএইচ