অভিযোগ জানাতে ডিবি অফিসে তানজিন তিশা
- আপডেট: ০১:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ১০৩৫৪ বার দেখা হয়েছে
অভিনেত্রী তানজিন তিশা ঢাকার মিন্টো রোডের মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে তানজিন তিশার অভিযোগ পাওয়ার পর সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তানজিন তিশা আমাদের কাছে এসেছিলেন। তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তার অভিযোগটি ডিবির সাইবার নর্থ বিভাগকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত কী ঘটনা ঘটেছিল তা তদন্ত করে ডিবির সাইবার নর্থ বিভাগ আমাকে জানাবে।
তিনি বলেন, ধনী, গরিব, তারকা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ডিবির কাছে আসে এবং অভিযোগ করেন। আমরা তাদের অভিযোগ রাখি এবং তদন্ত করা হয়।
অন্যদিকে ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তানজিন তিশা। বলেন, এখানে আসার কারণটা হচ্ছে ডিবি অফিস একটা আস্থার জায়গা। আমরা সব মানুষ যারা বিপদে পড়ি, বিশেষ করে সাইবার বুলিং ও হ্যারেসমেন্ট হই তারা এখানে আসি। হারুন স্যারের হেল্প নেই। আমিও তার ব্যতিক্রম নই।
আরও পড়ুন: হারলো ভারত, ডুবলো ‘টাইগার ৩’!
তিনি বলেন, আমি তানজিন তিশা আপনাদের জন্য হতে পেরেছি। কিন্তু আজকে আমি এখানে এসেছি কারণ গত কয়েকদিন ধরে আমি সাইবার বুলিং এর স্বীকার হচ্ছি। আমি যদি কোনো পোস্ট দিয়ে আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই, সেখানেও আমি বুলিংয়ের স্বীকার হচ্ছি। এ কারণে আমার মনে হয়েছে হারুন স্যারের কাছে আসলে বা ডিবিতে আসলে একটা সমাধান হতে পারে এবং আপনাদের কাছেও বিষয়টি ক্লিয়ার করতে পারবো।
তিনি আরও বলেন, একটি বেসরকারি টেলিভিশনের তামিম নামের একজন সাংবাদিক এই অডিও রেকর্ডটি ফাঁস করেছে।
তিশার দাবি, এই সাংবাদিক কয়েকদিন আগে তাকে এমন কিছু টেক্সট করেছেন যা সাংবাদিকতার নীতিবিরোধী। এজন্যই ওই সাংবাদিককে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন তিনি।
তিশা বলেন, আমি যখন হাসপাতাল থেকে বাসায় ফিরে আসি, তখন তামিম নামের ওই সাংবাদিক আমাকে এমন এক টেক্সট করেন যা মুখেও আনতে পারছি না। এরপর আমি খুব রেগে যাই। তাকে কল দেই।
এই অভিনেত্রীর দাবি, সাংবাদিকদের ‘উড়িয়ে দেওয়ার’ মতো আমি কিছু বলিনি। আমি শুধু ওই একজন সাংবাদিককে উদ্দেশ্য করেই বলেছি। কারণ আমি মনে করি, সে সাংবাদিক নন। একজন সাংবাদিক কখনো এভাবে কাউকে টেক্সট পাঠাতে পারেন না।
গত ১৬ নভেম্বর আগে অসুস্থ হয়ে মধ্যরাতে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী তিশা। তখন খবর ছড়ায় প্রেমঘটিত কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। যদিও একদিনের মধ্যে সুস্থ হয়ে তিনি বাসায় ফেরেন। পরে ফেসবুক পোস্ট ও লাইভে এসে অভিনেত্রী জানান, তিনি ফুড পয়জিংয়ের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ঢাকা/এসএম