০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

অর্থ বরাদ্দ ও ট্যাক্স নিয়ে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ বাফুফে সভাপতির

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৫৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / ১০২৮২ বার দেখা হয়েছে

সম্প্রতি ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশ হয়েছে। সেই বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ হয়েছে দুই হাজার কোটি টাকার উপর। এত টাকার বাজেটের বড় অংশ ব্যয় হয় প্রশাসনিক খাতে। ক্রীড়ার উন্নয়ন ও প্রশিক্ষণে বরাদ্দ তুলনামূলক কম। বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল ক্রীড়া খাতে বাজেট বরাদ্দ ও ট্যাক্স আরোপ নিয়ে ক্রীড়া ও অর্থ মন্ত্রণালয়ের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাফুফে সভাপতি আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রারম্ভিক মন্তব্যে বলেন, ‘বাজেটে ক্রীড়া খাতে বরাদ্দ হয় স্বল্প। সেটা সকল ফেডারেশনে বন্টনে আরো সীমিত হয়ে পড়ে। বাফুফের পক্ষ অনুরোধ যেন ক্রীড়া খাতে বরাদ্দ বাড়ানো হয়।’ বরাদ্দ বৃদ্ধি ছাড়াও ক্রীড়া সামগ্রী ট্যাক্স নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘ক্রীড়া সামগ্রী আনার ক্ষেত্রে ৩৬ শতাংশ ট্যাক্স দিতে হয়। যা ক্রীড়া বান্ধব নয়। একে তো ক্রীড়ায় বাজেট কম অন্য দিকে অতিরিক্ত ট্যাক্স। যা ক্রীড়া বান্ধব নয়।’

প্রারম্ভিক মন্তব্যের পর সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়। সেখানে বাজেট বরাদ্দ নিয়ে বাফুফের প্রয়োজনীয়তা সম্পর্কে সভাপতি বলেন, ‘বিগত কমিটি বছরে ৩০ কোটি টাকা সরকারের কাছ থেকে চেয়েছিল। আমরা এখনো চাইনি। তবে আমাদেরও সেই রকম প্রয়োজন। আমরা স্পন্সর ও নানা মাধ্যম থেকে সেটা মেটানোর চেষ্টা করছি৷’ ট্যাক্স নিয়ে বাফুফে সভাপতি পার্শ্ববর্তী ভারতের উদাহরণ দিয়ে বলেন, ‘ভারতে ক্রীড়া সামগ্রীর উপর ১২ শতাংশ কর। আমাদের এখানেও ৩৬ শতাংশ থেকে কমে এ রকম করা যেতে পারে।’

আরও পড়ুন: ক্রিকেটারদের অতিরিক্ত চাপ দিতে চান না বিসিবি সভাপতি

বাজেটে করে অর্থ মন্ত্রণালয়। সেই বরাদ্দ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন ফেডারেশনে বন্টন করে। তাই বাফুফে সভাপতি দুই মন্ত্রণালয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘অর্থ ও ক্রীড়া দুই মন্ত্রণালয়ের কাছে বাফুফের পক্ষ থেকে অনুরোধ ক্রীড়া খাতে বাজেট বৃদ্ধি এবং ট্যাক্স কমানোর অনুরোধ করছি। আশা করি তারা এটি বিবেচনা করবেন।’

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

অর্থ বরাদ্দ ও ট্যাক্স নিয়ে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ বাফুফে সভাপতির

আপডেট: ০৪:৫৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

সম্প্রতি ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশ হয়েছে। সেই বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ হয়েছে দুই হাজার কোটি টাকার উপর। এত টাকার বাজেটের বড় অংশ ব্যয় হয় প্রশাসনিক খাতে। ক্রীড়ার উন্নয়ন ও প্রশিক্ষণে বরাদ্দ তুলনামূলক কম। বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল ক্রীড়া খাতে বাজেট বরাদ্দ ও ট্যাক্স আরোপ নিয়ে ক্রীড়া ও অর্থ মন্ত্রণালয়ের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বাফুফে সভাপতি আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রারম্ভিক মন্তব্যে বলেন, ‘বাজেটে ক্রীড়া খাতে বরাদ্দ হয় স্বল্প। সেটা সকল ফেডারেশনে বন্টনে আরো সীমিত হয়ে পড়ে। বাফুফের পক্ষ অনুরোধ যেন ক্রীড়া খাতে বরাদ্দ বাড়ানো হয়।’ বরাদ্দ বৃদ্ধি ছাড়াও ক্রীড়া সামগ্রী ট্যাক্স নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘ক্রীড়া সামগ্রী আনার ক্ষেত্রে ৩৬ শতাংশ ট্যাক্স দিতে হয়। যা ক্রীড়া বান্ধব নয়। একে তো ক্রীড়ায় বাজেট কম অন্য দিকে অতিরিক্ত ট্যাক্স। যা ক্রীড়া বান্ধব নয়।’

প্রারম্ভিক মন্তব্যের পর সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়। সেখানে বাজেট বরাদ্দ নিয়ে বাফুফের প্রয়োজনীয়তা সম্পর্কে সভাপতি বলেন, ‘বিগত কমিটি বছরে ৩০ কোটি টাকা সরকারের কাছ থেকে চেয়েছিল। আমরা এখনো চাইনি। তবে আমাদেরও সেই রকম প্রয়োজন। আমরা স্পন্সর ও নানা মাধ্যম থেকে সেটা মেটানোর চেষ্টা করছি৷’ ট্যাক্স নিয়ে বাফুফে সভাপতি পার্শ্ববর্তী ভারতের উদাহরণ দিয়ে বলেন, ‘ভারতে ক্রীড়া সামগ্রীর উপর ১২ শতাংশ কর। আমাদের এখানেও ৩৬ শতাংশ থেকে কমে এ রকম করা যেতে পারে।’

আরও পড়ুন: ক্রিকেটারদের অতিরিক্ত চাপ দিতে চান না বিসিবি সভাপতি

বাজেটে করে অর্থ মন্ত্রণালয়। সেই বরাদ্দ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন ফেডারেশনে বন্টন করে। তাই বাফুফে সভাপতি দুই মন্ত্রণালয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘অর্থ ও ক্রীড়া দুই মন্ত্রণালয়ের কাছে বাফুফের পক্ষ থেকে অনুরোধ ক্রীড়া খাতে বাজেট বৃদ্ধি এবং ট্যাক্স কমানোর অনুরোধ করছি। আশা করি তারা এটি বিবেচনা করবেন।’

ঢাকা/এসএইচ