আইএসও সার্টিফিকেশন অর্জন করলো সিটি ব্রোকারেজ

- আপডেট: ০৫:৪৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ১০৩১৪ বার দেখা হয়েছে
সিটি ব্যাংক পিএলসির সহযোগী প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ লিমিটেড (সিবিএল) অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃত আইএসও ৯০০১:২০১৫ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম (কিউএমএস) সার্টিফিকেশন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সম্প্রতি সিবিএল এই আইএসও ৯০০১:২০১৫ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম (কিউএমএস) সার্টিফিকেশন অর্জন করে। স্বতন্ত্র নিরীক্ষা ও মূল্যায়নের মাধ্যমে এ সার্টিফিকেশন প্রদান করে আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান বি-অ্যাডভ্যান্সি।
সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মিসবাহ উদ্দিন আফফান ইউসুফের হাতে আইএসও ৯০০১:২০১৫ সার্টিফিকেট তুলে দেন বি-অ্যাডভ্যান্সির পরিচালক আলমগীর হোসেন মিল্কি।
আইএসও ৯০০১:২০১৫ একটি বৈশ্বিক মানদণ্ড, যা মানসম্মত ব্যবস্থাপনা পদ্ধতি। সিবিএলের সেবা ও কার্যক্রম এখন আন্তর্জাতিকমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই সার্টিফিকেশন প্রতিষ্ঠানটির গ্রাহক সন্তুষ্টি ও সেবার গুণগতমানে আরও সুসংহত প্রতিশ্রুতি নিশ্চিত করে।
এ উপলক্ষে মিসবাহ উদ্দিন আফফান ইউসুফ বলেন, এই স্বীকৃতি আমাদের মান-নির্ভর পরিচালনা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ধাপ। আইএসও ৯০০১:২০১৫ সার্টিফিকেশন আমাদের গ্রাহকদের আস্থা আরও দৃঢ় করবে এবং আমাদের সেবার মান বজায় রাখতে সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-সিটি ব্রোকারেজ লিমিটেডের অ্যারাফাত শামশের আলী, প্রধান অর্থ কর্মকর্তা; মো. নাজরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি প্রধান; এবং সৈয়দ এম. নাভিদ ফারাবী, মানবসম্পদ ও প্রশাসন ইনচার্জ, পাশাপাশি বি-অ্যাডভ্যান্সি এবং সিবিএলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন: ২২ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিএসইসি
এই আন্তর্জাতিক স্বীকৃতি সিটি ব্রোকারেজ লিমিটেডের সেবার গুণগতমান এবং গ্রাহক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে আরও জোরদার করে এবং প্রমাণ করে যে প্রতিষ্ঠানটি দক্ষতায় প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাকা/টিএ