আওয়ামীলীগের মনোনয়নপত্র জমা দিলেন সুবিদ আলী ভুইয়া
- আপডেট: ০৬:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩
- / ১০৪৬০ বার দেখা হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -১(দাউদকান্দি -তিতাস) আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন টানা তিনবারের সাংসদ মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া ।
আজ সোমবার (২০ নভেম্বর) বিকাল তিনটার দিকে ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে তাঁর মনোনয়ন ফরম জমা দেন দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে রাজধানীর বাংলামোটরস্থ ডিকে টাওয়ারে দাউদকান্দি তিতাসের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সুবিদ আলী ভুইয়া বলেন, আমরা আজ নমিনেশন পেপার সাবমিট করতে এসেছি। দাউদকান্দি তিতাস আওয়ামী লীগের শত শত লোক এখানে এসেছে। এই গণজোয়ার ও গণজাগরণ দেখে খুবই আনন্দিত। তফসিল ঘোষণার পর থেকেই দেশের মানুষের মধ্যে নির্বাচনমুখী জোয়ার এসেছে।
আরও পড়ুন: মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন
তিনি বলেন, মানুষ এটা বিশ্বাস করে যে আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। কেননা এদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সব নির্বাচনে জয়লাভ করেই সরকার গঠন করেছে। কোনোদিন চোরাই পথে সরকারে আসেনি। আর এবারেই আমরা প্রমাণ করব বাঙালি জাতি নির্বাচনমুখী জাতি। আগামী ৭ জানুয়ারী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারও সরকার গঠন করব ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, জেলা পরিষদের সাবেক সদস্য মনির হোসেন সরকার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকিব, বিটেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো: হুমায়ুন কবির ভূইয়া, গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান নোমান মিয়া, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সিসহ তিতাস দাউদকান্দির বিভিন্ন ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর।
ঢাকা/এসএম