আগামীকাল চীনা কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করছে ডিএসই

- আপডেট: ০৭:১৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
- / ৪৩৫৯ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চীনা কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী করতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইতিমধ্যে চীনের দুই স্টক এক্সচেঞ্জের সঙ্গে শেয়ার পারচেজ এগ্রিমেন্ট করতে দিনক্ষণ নির্ধারণ করেছে ডিএসই কর্তৃপক্ষ। আজ বিকাল ৫টায় হোটেল লা-মেরিডিয়ানে এই চুক্তি সম্পন্ন হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।
জানা যায়, গত ৩ মে বৃহস্পতিবার বিএসইসির ৬৪৩তম কমিশন সভায় এ চীনা কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী বা স্ট্যাটেজিক পার্টনার করতে ডিএসইকে অনুমোদন দেয়া হয়। সভায় ডিএসইর প্রস্তাবিত চীনের দুই প্রতিষ্ঠান শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ নিয়ে গঠিত কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী করতে শর্ত পরিপালন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়।
এতে ১০ টাকা অভিহিত মূল্যের ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫টি শেয়ার প্রতিটি ২১ টাকা মূল্যে ‘শেয়ার ক্রয় চুক্তিপত্র’ অনুমোদন করা হয়।
শর্তগুলোর মধ্যে প্রধান ৩টি হলো-
১। এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সিকিউরিটিজ আইন ও দেশের প্রযোজ্য অন্যান্য আইনসহ এক্সচেঞ্জস ডিমিউচ্যুয়ালইজেশন আইন, ২০১৩ এবং ডিএসইর ডিমিউচ্যুয়ালইজেশন স্কীম অনুযায়ী পরিপালন করতে হবে।
২। এই চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া চুক্তি সইয়ের পরবর্তী ১ বছরের মধ্যে সম্পন্ন করে কমিশনকে অভিহিত করতে হবে।
৩। কমিশনের পূর্ব অনুমোদন ব্যতীত চুক্তির শর্তাবলী ও আনুষাঙ্গিক অন্যান্য বিষয়াদি পরিবর্তন করা যাবে না।
এর আগে গত সোমবার বিশেষ সাধারণ সভায় (ইজিএম) চীনের প্রস্তাব ডিএসইর শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। ওই দিনই নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে প্রস্তাবটি বিএসইসিতে পাঠানো হয়।