‘আদম’ সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ মারা গেছেন
- আপডেট: ০৩:২১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
- / ১০৩৫০ বার দেখা হয়েছে
‘আদম’ সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (১৫ এপ্রিল) ভোর ৬ টায় রাজধানীর মগবাজারের নিউ ইস্কাটনে নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিষয়টি নিশ্চিত করেছেন বাসাটির কেয়ারটেকার গাজী নজরুল ও হিরণের প্রতিবেশী ইকরাম।
ওই বাসাটির দ্বিতীয় তলায় তাওহীদ হিরণ ভাড়া থাকতেন।
কেয়ারটেকার গাজী নজরুল জানান, আজ সকাল ৬টার দিকে হিরণ তাকে কল দিয়ে জানান তিনি স্ট্রোক করেছেন। দ্রুত নজরুল উপরে ছুটে যান। তবে রুম ভেতর থেকে বন্ধ থাকার কারণে তিনি রুমে ঢুকতে পারেননি৷ পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে তাকে মৃত অবস্থায় পান।
আরও পড়ুন: এবার রাতের পার্টিতে ধরা পড়লেন আরিয়ান-লারিসা
খুলনা খালিশপুরের ছেলে আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ ছবিতে অভিনয় করেছিলেন ইয়াশ রোহান, ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম।
‘আদম’ সিনেমার পর ‘রং রোড’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছেন হিরণ। এর বাইরে ‘দ্য পাপ্পি’ নামে আরও একটি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন এই পরিচালক।
ঢাকা/এসএইচ