আমরা ছাত্রদের কঠোর হয়ে দমন করতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট: ০৩:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / ১০২৩৪ বার দেখা হয়েছে
কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কলেজের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে। আমরা ছাত্র ভাইদের বুঝিয়ে এ সমস্যার সমাধান করতে চাই। আমরা তাদের কঠোর হয়ে দমন করতে চাই না।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা টাঙ্গুয়ার হাওর ও মাটিয়ান হাওর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের বোঝানোর জন্য আমাদের শিক্ষকরা রয়েছেন। পাশাপাশি আপনি-আমি সবার দায়িত্ব তাদের বোঝানো। আমরা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি।
জাহাঙ্গীর আলম বলেন, ছাত্রদের রাস্তা ব্লক করার প্রয়োজন নেই। তারা আমাদের সঙ্গে আলোচনা করতে পারে। তারা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েও দাবি জানাতে পারেন। তাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে বসে সমস্যার সমাধান করতে আলাপ করতে পারেন। বিভিন্ন কলেজের সমস্যা নিয়ে ছাত্র প্রতিনিধিরা নিজেদের মধ্যেও আলাপ-আলোচনা করতে পারেন। তাদের শিক্ষকরাও আলাপ করতে পারে।
উপদেষ্টা হাওরের কৃষি নিয়ে বলেন, কৃষিপণ্যে কৃষকরা উপকৃত হচ্ছেন কি না সেটা দেখার বিষয়। কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে সেটিও দেখতে হবে।
আরও পড়ুন: চিন্ময় দাশকে গ্রেফতারের কারণ জানালেন উপদেষ্টা আসিফ
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজকে আমরা দেখতে এসেছি হাওরে বাঁধ ভেঙে ফসলের যে ক্ষতি হয়। কোথায় কোথায় বাঁধ ভেঙে ক্ষতি হয়। সে অনুযায়ী কোথায় শক্ত করে বাঁধ দিতে হবে এবং বাঁধ তৈরির ব্যবস্থা করতে হবে, যাতে হাওরবাসীর কোনো ক্ষতি না হয়। এছাড়াও বোরো ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা করতে বাঁধের কাজে সব অনিয়ম দূর করে যথা সময়ে কাজ শুরু ও শেষ করতে হবে। এছাড়া হাওরে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তোলার মাধ্যমে সবাইকে পরিবেশ বিষয়ে সচেতন রাখারও আহ্বান জানান তিনি।
উপদেষ্টা বলেন, আরেকটি বিষয় টাঙ্গুয়ার হাওরে অনেক পর্যটকবাহী নৌকা আসে। নৌকার এত শব্দ, এত প্লাস্টিক, পলিথিন এগুলোর নিয়ন্ত্রণ কীভাবে করে- দেখতে এসেছি। টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজম চলবে তবে তা নিয়ন্ত্রণে আনতে হবে। কতজন আসবে, কীভাবে আসবে। প্লাস্টিক আনবে কি না- এ বিষয়গুলো নিয়মের ভেতরে আনা হবে।
তিনি বলেন, হাওরের জন্য একটা মাস্টার প্লান আছে। মাস্টার প্লানের বাস্তবতা ও জনমত কেমন আছে সে বিষয়ে দেখব ও আলোচনা করব।
ঢাকা/এসএইচ