০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

আর্জেন্টিনার পর ব্রাজিলের হার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
  • / ১০২৬৩ বার দেখা হয়েছে

চার ঘণ্টা আগে কলম্বিয়ার বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। এবার প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমে হেরেছে ব্রাজিলও। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলিয়ানদের হার ১-০ ব্যবধানে। অপরদিকে আর্জেন্টিনা হেরেছে ২-১ গোলে। এই হারে ১২ ম্যাচের অপরাজেয় যাত্রাও থেমে গেলো মেসিদের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা তিন ম্যাচ হারের গত শনিবার ইকুয়েডরকে হারিয়ে জয়ে ফিরেছিল ব্রাজিল। এদিকে এ হারে টানা ১২ ম্যাচের অজেয় যাত্রা থামল বিশ্ব চ্যাম্পিয়নদের।

আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়ার দুটো গোলই এসেছে ডেডবল থেকে। প্রথমে কর্ণার থেকে ওয়ান টু ওয়ান শেষ হামেস রদ্রিগেজের ক্রস। আর সেখান থেকে ইয়েরসন মোসকেরার হেডে গোল। আর দ্বিতীয়টা হামেস রদ্রিগেজের পেনাল্টি। স্পটকিক থেকে আর্জেন্টিনা ভুগেছে কোপা আমেরিকাতেও।

ম্যাচের ২৫ মিনিটে ইয়ারসন মোসকুইরার গোলে প্রথম লিড নেয় কলম্বিয়া। ৪৮ মিনিটে সেই শোধ করে আর্জেন্টিনার নিকো গঞ্জালেজ। ৬০ মিনিটে পেনাল্টি থেকে দুর্দান্ত শটে আর্জেন্টিনার জাল কাঁপান জেমস রড্রিগেজ। এই গোল আর শোধ করতে পারেনি লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার পর সে কি উদযাপন কলম্বিয়ার! যেন প্রতিশোধ নেওয়ার আনন্দে ভাসছিল পুরো দল। গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদেরও সেটি উল্লাস, বাধ ভাঙা আনন্দ।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের জন্য হার হজম করা ছিল দারুণ কষ্টের। কারণ, এই কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেই ইনজুরিতে পড়েছিলেন প্রিয় তারকা মেসি। কোপার ফাইনালের সেই ইনজুরির পর থেকে এখন পর্যন্ত মাঠেই নামতে পারেননি এই আর্জেন্টাইন। এবার দর্শক-সমর্থকদের সঙ্গে বসে নিজের দলকে প্রতিশোধের শিকারও হতো দেখলেন মেসি।

অবশ্য তুলনামূলক অবস্থানের বিচারে ব্রাজিলকেই বেশি ছন্নছাড়া মনে হবে। প্যারাগুয়ের মাঠে বলের ৭১ শতাংশ দখলে ছিল ব্রাজিলের। তাতেও কোনো কাজ হলো না। যেন প্রতিপক্ষের জালই খুঁজে পাচ্ছিলেন না ব্রাজিলের ফ্লপ খেলোয়াড়রা। ম্যাচের ২০ মিনিটে হজম করা গোল ৯৬ মিনিট পর্যন্ত খেলেও শোধ করতে পারেনি ব্রাজিল। অবশেষে হার নিয়েই বিদায় নিলো অতিথি দলটি।

২০ মিনিটে প্যারাগুয়ের হয়ে গোলটি করেন দিয়াগো গোমেজ। বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে ব্রাজিলের জালে বল জমা করেন তিনি। বাছাইপর্বে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয় পেয়েছে ব্রাজিল। একটি ড্র, বাকি ৪টিতে হেরেছে ডরিভালের দল।

এই ম্যাচের পর লাতিনের বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষেই থাকছে আর্জেন্টিনা। ৮ ম্যাচ থেকে আর্জেন্টিনার অর্জন ১৮ পয়েন্ট। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে কলম্বিয়া। ১৫ পয়েন্ট নিয়ে তিনে নেমেছে উরুগুয়ে। ব্রাজিল নেমে গিয়েছে ইকুয়েডরের নিচে। সেলেসাওদের অবস্থান পাঁচে। ৮ ম্যাচ থেকে তাদের অর্জন ১০ পয়েন্ট। ১১ পয়েন্ট নিয়ে চারে আছে ইকুয়েডোর। এই অঞ্চল থেকে সেরা ৬টি দল খেলবে ২০২৬ বিশ্বকাপে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

আর্জেন্টিনার পর ব্রাজিলের হার

আপডেট: ১১:০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪

চার ঘণ্টা আগে কলম্বিয়ার বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। এবার প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমে হেরেছে ব্রাজিলও। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলিয়ানদের হার ১-০ ব্যবধানে। অপরদিকে আর্জেন্টিনা হেরেছে ২-১ গোলে। এই হারে ১২ ম্যাচের অপরাজেয় যাত্রাও থেমে গেলো মেসিদের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা তিন ম্যাচ হারের গত শনিবার ইকুয়েডরকে হারিয়ে জয়ে ফিরেছিল ব্রাজিল। এদিকে এ হারে টানা ১২ ম্যাচের অজেয় যাত্রা থামল বিশ্ব চ্যাম্পিয়নদের।

আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়ার দুটো গোলই এসেছে ডেডবল থেকে। প্রথমে কর্ণার থেকে ওয়ান টু ওয়ান শেষ হামেস রদ্রিগেজের ক্রস। আর সেখান থেকে ইয়েরসন মোসকেরার হেডে গোল। আর দ্বিতীয়টা হামেস রদ্রিগেজের পেনাল্টি। স্পটকিক থেকে আর্জেন্টিনা ভুগেছে কোপা আমেরিকাতেও।

ম্যাচের ২৫ মিনিটে ইয়ারসন মোসকুইরার গোলে প্রথম লিড নেয় কলম্বিয়া। ৪৮ মিনিটে সেই শোধ করে আর্জেন্টিনার নিকো গঞ্জালেজ। ৬০ মিনিটে পেনাল্টি থেকে দুর্দান্ত শটে আর্জেন্টিনার জাল কাঁপান জেমস রড্রিগেজ। এই গোল আর শোধ করতে পারেনি লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার পর সে কি উদযাপন কলম্বিয়ার! যেন প্রতিশোধ নেওয়ার আনন্দে ভাসছিল পুরো দল। গ্যালারিতে কলম্বিয়ার সমর্থকদেরও সেটি উল্লাস, বাধ ভাঙা আনন্দ।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের জন্য হার হজম করা ছিল দারুণ কষ্টের। কারণ, এই কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেই ইনজুরিতে পড়েছিলেন প্রিয় তারকা মেসি। কোপার ফাইনালের সেই ইনজুরির পর থেকে এখন পর্যন্ত মাঠেই নামতে পারেননি এই আর্জেন্টাইন। এবার দর্শক-সমর্থকদের সঙ্গে বসে নিজের দলকে প্রতিশোধের শিকারও হতো দেখলেন মেসি।

অবশ্য তুলনামূলক অবস্থানের বিচারে ব্রাজিলকেই বেশি ছন্নছাড়া মনে হবে। প্যারাগুয়ের মাঠে বলের ৭১ শতাংশ দখলে ছিল ব্রাজিলের। তাতেও কোনো কাজ হলো না। যেন প্রতিপক্ষের জালই খুঁজে পাচ্ছিলেন না ব্রাজিলের ফ্লপ খেলোয়াড়রা। ম্যাচের ২০ মিনিটে হজম করা গোল ৯৬ মিনিট পর্যন্ত খেলেও শোধ করতে পারেনি ব্রাজিল। অবশেষে হার নিয়েই বিদায় নিলো অতিথি দলটি।

২০ মিনিটে প্যারাগুয়ের হয়ে গোলটি করেন দিয়াগো গোমেজ। বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে ব্রাজিলের জালে বল জমা করেন তিনি। বাছাইপর্বে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয় পেয়েছে ব্রাজিল। একটি ড্র, বাকি ৪টিতে হেরেছে ডরিভালের দল।

এই ম্যাচের পর লাতিনের বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষেই থাকছে আর্জেন্টিনা। ৮ ম্যাচ থেকে আর্জেন্টিনার অর্জন ১৮ পয়েন্ট। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে কলম্বিয়া। ১৫ পয়েন্ট নিয়ে তিনে নেমেছে উরুগুয়ে। ব্রাজিল নেমে গিয়েছে ইকুয়েডরের নিচে। সেলেসাওদের অবস্থান পাঁচে। ৮ ম্যাচ থেকে তাদের অর্জন ১০ পয়েন্ট। ১১ পয়েন্ট নিয়ে চারে আছে ইকুয়েডোর। এই অঞ্চল থেকে সেরা ৬টি দল খেলবে ২০২৬ বিশ্বকাপে।

ঢাকা/এসএইচ